15 আগস্ট আমজনতার জন্য নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করবে Ola, দাম হবে 1 লাখের নীচে

গত বারের মতো এবারও ভারতের বহুল চর্চিত ইলেকট্রিক টু-হুইলার নির্মাতা ওলা ইলেকট্রিক (Ola Electric) দেশবাসীর জন্য নতুন চমক হাজির করতে চলেছে। তবে সেটি কী, তা নিয়ে শুরু হয় জোর জল্পনা। সেই জল্পনার আগুনে ঘৃতাহুতির কাজ করে ওলার কর্ণধার ভাবিশ আগারওয়াল (Bhavish Aggarwal)-এর একের পর এক রহস্যাবৃত টুইট। যা দেখে এর আগে মনে করা হয়েছিল সেটি সংস্থার প্রথম ইলেকট্রিক গাড়ি। আবার ওলার সেল ফ্যাক্টরির বিষয়েও সম্ভাবনা দেখা দেয়। তবে এবার বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে, সেটি ওলার সবচেয়ে সস্তার অর্থাৎ এন্ট্রি লেভেল ই-স্কুটার। দামের দিক থেকে যা Ola S1 Pro-এর চাইতেও কম। অনুমান, আসন্ন মডেলটির মূল্য ১ লক্ষ টাকার নীচে রাখা হবে।

Ola S1 Pro-এর একাধিক ফিচারে সমৃদ্ধ হয়ে আসতে চলেছে নয়া স্কুটারটি। এমনকি MoveOS 2.0 আপডেট সহ আসবে। যাতে ইকো মোড, ক্রুজ কন্ট্রোল এবং নেভিগেশনের দেখা মিলবে। MoveOS 2.0 সফটওয়্যার আপডেটের মাধ্যমে S1 Pro স্কুটারেই গান বাজানোর ব্যবস্থা করেছে ওলা। নতুন এন্ট্রি লেভেল মডেলেও বিল্ট-ইন-স্পিকারের দেখা মিলতে পারে বলে অনুমান করা হচ্ছে। আবার নতুন আপডেটের ফলে চার্জ স্ট্যাটাস, রেঞ্জ অ্যাক্রস মাল্টিপল মোডস, ওডোমিটার রিডিং বৈশিষ্ট্যগুলির দেখা মিলতে পারে।

রিমোটের মাধ্যমে আনলক ও ডিকি খোলার ব্যবস্থা থাকাব সম্ভাবনা প্রবল। অনুমান করা হচ্ছে আসন্ন মডেলটির রেঞ্জ S1 Pro-এর চেয়েও কম হবে। আবার এতে ছোট মোটর, আরও কম্প্যাক্ট এবং S1 Pro-এর থেকে ওজনে কম হতে পারে। কিছুদিন আগেই, সংস্থার তরফে জানানো হয়েছিল যে তারা প্রিমিয়াম এবং সস্তার উভয় মডেলের স্কুটার ও মোটরসাইকেল নিয়ে আসার পরিকল্পনা করছে। এটি তারই অংশ বলেই মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, ১৫ আগস্ট এন্ট্রি লেভেল স্কুটারের পাশাপাশি ওলা আবার তাদের প্রথম ইলেকট্রিক গাড়ির কনসেপ্ট মডেলটি সর্বসমক্ষে আনার পরিকল্পনা করছে। এদিকে তাদের ফ্ল্যাগশিপ মডেল S1 Pro-এর সম্পর্কে প্রাথমিক পর্যায়ে বেশকিছু অভিযোগের কথা সামনে এসেছিল। যেমন সামনের সাসপেনশন ভেঙে টায়ার বেরিয়ে আসা, অ্যাক্সেলারেটর ঘোরানো মাত্রই স্কুটার পেছনদিকে ছুট দেওয়া। এমন অসংখ্য অভিযোগের কথা জানা গেছে। তবে আসন্ন মডেলটি এই সমস্ত খামতি মিটিয়ে আসবে বলেই আশা করা হচ্ছে।