Toyota Innova-কে নতুন করে সাজিয়ে নিজের নামে লঞ্চ করছে মারুতি, বুকিং শুরু এই তারিখে

সামনের মাস অর্থাৎ জুলাইয়ে মারুতি সুজুকি (Maruti Suzuki) ভারতে পেল্লায় আকারের এমপিভি বা মাল্টিপারপাস ভেহিকেল লঞ্চ করছে। লঞ্চের দিনক্ষণ হিসেবে ৫ জুলাই দিনটিকে ধার্য করা হয়েছে। আর গাড়িটির নামকরণ করা হয়েছে Invicto। গাড়িটি Toyota Innova Hycross-এর রিব্যাজ ভার্সন এবং ইন্দো-জাপানি সংস্থার নতুন ফ্ল্যাগশিপ মডেল হিসেবে আসছে। লঞ্চ সামনের মাসে হলেও বুকিং আগামী ১৯ জুন থেকে শুরুর ঘোষণা করল মারুতি।

Maruti Suzuki Invicto-র বুকিং শুরু হতে চলেছে

Toyota Innova Hycross-এর রিব্র্যান্ডেড ভার্সন হওয়ার কারণে Maruti Suzuki Invicto-র ডিজাইনে সামান্য কিছু পরিবর্তন থাকলেও অনেকাংশেই মিল নজরে পড়বে। গাড়িটির উৎপাদনের দায়িত্বে থাকবে টয়োটা। যদিও ডিজাইনে কেমন পরিবর্তন থাকছে, তা এখনও নিশ্চিত করা হয়নি। অনুমান করা হচ্ছে, সামনে ও পেছনে দেওয়া হতে পারে একটি নতুন বাম্পার, মারুতি ব্যাজ এবং গ্রিল। এছাড়া হেডল্যাম্প এবং টেলল্যাম্পে কিছু বদল থাকবে। আবার ফিচারের তালিকাতেও কিছু হেরফের লক্ষ্য করা যাবে।

Invicto-তে চালিকাশক্তি জোগাতে থাকছে একটি ২.০ লিটার পেট্রোল ইঞ্জিন। হাইব্রিড এবং নন-হাইব্রিড – দুই ধরনের কনফিগারেশনে বেছে নেওয়া যাবে গাড়িটি। হাইব্রিড ভার্সনে ইঞ্জিনের আউটপুট হবে ১৮৩ বিএইচপি এবং সংযুক্ত থাকবে eCVT অটোমেটিক গিয়ারবক্স। অন্যদিকে, নন-হাইব্রিড ইঞ্জিন থেকে ১৭১ এইচপি ও ২০৫ এনএম টর্ক পাওয়া যাবে।

নতুন এমপিভি ৭ অথবা ৮-সিটের বিকল্পে বেছে নেওয়া যাবে। ফিচারের তালিকায় দেখা মিলতে পারে একটি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, ডিজিটাল ড্রাইভারের ডিসপ্লে, কানেক্টেড কার টেকনোলজি, প্যানোরামিক সানরুফ, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট ইত্যাদি। সংস্থার লাইনআপে Invicto-র স্থান Grand Vitara-র উপরে হবে। দাম লঞ্চের পর নিশ্চিত ভাবে বলা সম্ভব। জানিয়ে রাখি Innova Hycross-এর বর্তমান মূল্য ১৮.৫৫ লক্ষ থেকে ২৯.৯৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত।