Vivo Y55t অতি সস্তায় 50 মেগাপিক্সেল ক্যামেরা ও 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল

Vivo Y55t এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৯৯ ইউয়ান (প্রায় ১১,৩০০ টাকা)

Vivo কয়েকদিন আগেই Vivo Y33t ও Vivo Y78t লঞ্চ করেছিল। এবার সংস্থাটি Vivo Y55t নামে আরেকটি ডিভাইসের উপর থেকে পর্দা সরালো। এটি বাজেট রেঞ্জে এসেছে। এতে ফুল এইচডি প্লাস ডিসপ্লে ও মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ প্রসেসর পাওয়া যাবে। পাশাপাশি এতে আছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। আসুন Vivo Y55t ফোনের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

ভিভো ওয়াই৫৫টি এর দাম (Vivo Y55t Price)

ভিভো ওয়াই৫৫টি এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৯৯ ইউয়ান (প্রায় ১১,৩০০ টাকা)। আর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ১,১৯৯ ইউয়ান (প্রায় ১৩,৬০০ টাকা)। এটি ব্ল্যাক, পার্পেল, গ্রীন ও ব্লু কালারে পাওয়া যাবে।

Vivo Y55t এর স্পেসিফিকেশন ও ফিচার

ভিভো ওয়াই৫৫টি ফোনে আছে ৬.৬৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে, যা ৬০ হার্টজ রিফ্রেশ রেট ও ৫৫০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য Vivo Y55t ডিভাইসে ৫০ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটি অরিজিন ওএস ৩ কাস্টম স্কিনে চলবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই হ্যান্ডসেটে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য Vivo Y55t ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।