সরকারের নয়া নীতি মানতে বাধ্য নয়, ভারত থেকে সার্ভার সরিয়ে নিল ExpressVPN

ভারত থেকে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন (VPN) সার্ভার সরিয়ে নিল ExpressVPN। ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড ভিত্তিক সংস্থাটি গতকাল রাতে তাদের এই চরম সিদ্ধান্তের কথা জানিয়েছে। মূলত সরকারের তরফে ভিপিএন কোম্পানিগুলির জন্য আনা নয়া নীতি বাধ্যতামূলক করার পর এই সিদ্ধান্ত নেওয়া হল। এই নীতিতে ভিপিএন পরিষেবা সরবরাহকারীদের কমপক্ষে পাঁচ বছরের জন্য ব্যবহারকারীর তথ্য রাখা এবং প্রয়োজনে সরকারের সাথে তথ্য ভাগ করে নেওয়ার কথা বলা হয়েছে। আগামী ২৭ জুন থেকে ভারতের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (সিইআরটি-ইন) দ্বারা এই নীতি সমস্ত ভিপিএন পরিষেবা সরবরাহকারীদের জন্য চালু হবে।

ExpressVPN একটি ব্লগ পোস্টে জানিয়েছে, তারা ভারত থেকে ভিপিএন সার্ভার সরিয়ে নিতে চলেছে। কারণ তারা সরকারের এই নীতি মানতে পারবে না। যদিও ভারতীয় ইউজাররা এখনও এই ভিপিএন ব্যবহার করতে পারবেন বলে কোম্পানির অভিমত এবং তারা ভারতীয় আইপি অ্যাড্রেস দিয়েই ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে‌ন।

ExpressVPN আরও বলেছে, তারা ভারত থেকে ভিপিএন সার্ভার সরিয়ে নিলেও, আগের মতোই সিঙ্গাপুর ও ব্রিটেনের সার্ভার মারফত পরিষেবা দিয়ে যেতে সমর্থ হবে। পাশাপাশি আগের মতোই ব্যবহারকারীদের তথ্য গোপন রাখার বিষয়টি তাদের প্রধান লক্ষ্য থাকবে এবং তারা ব্যবহারকারীর কোনো ডেটা সংগ্রহ করবে না।

ভিপিএন পরিষেবা প্রদানকারী সংস্থাটি তাদের ব্লগে লিখছে, ভারত সরকারের নয়া নীতি ভিপিএন প্রোভাইডারদের নীতির সম্পূর্ণ উল্টো। ফলে তা তাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। এই নীতি ব্যক্তি স্বাধীনতা নষ্ট করবে এবং ভিপিএন এর উদ্দেশ্যকে অসফল করবে।