White Carbon Motors আনলো O3 ও GT5 ইলেকট্রিক স্কুটার, এক চার্জে চলবে ১৫০ কিমি পথ

স্টার্টআপ কোম্পানি হোয়াইট কার্বন মোটোরস (White Carbon Motors) দু’টি নতুন ইলেকট্রিক স্কুটার বাজারে নিয়ে এল৷ যেগুলি হল GT5 ও O3। আকর্ষণীয় ডিজাইনের GT5 স্কুটারটি কোম্পানির ফ্ল্যাগশিপ প্রোডাক্ট, যা Hero Electric, Okinawa, এবং Ampere সহ ই-স্কুটার সেগমেন্টে প্রতিষ্ঠিত ব্র্যান্ডগুলির সাথে টক্কর দেওয়ার জন্য বাজারে এসেছে। অন্যদিকে, সাদামাটা ডিজাইনের O3 ই-স্কুটারটি মূলত পড়ুয়া, তরুণ প্রজন্ম বিশেষত যাঁরা ডেলিভারি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত কথা তাঁদের মাথায় রেখে লঞ্চ করা হয়েছে। বৈদ্যুতিক স্কুটার দু’টির সর্ম্পকে এবার বিস্তারিত জেনে নেওয়া যাক।

White Carbon Motors GT5

হোয়াইট কার্বন মোটোরস-এর ফ্ল্যাগশিপ মডেল GT5-এর প্রথম প্লাস পয়েন্ট অবশ্যই এর লুকস। স্পোর্টি ডিজাইনের জিটি৫ প্রথম দর্শনেই আনবে মুগ্ধতা। অ্যাগ্রেসিভ স্টাইল একে বাজারে উপলব্ধ অন্যান্য ইলেকট্রিক স্কুটার থেকে আলাদা করেছে। এর উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে ডিজিটাল স্পিডোমিটার ও ওডোমিটার, অটো সেন্সিং এলইডি প্রোজেক্টর ল্যাম্প, এলইডি টেললাইট, এলইডি টার্ন লাইট, ইউএসবি চার্জিং, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর, লো ব্যাটারি ইন্ডিকেটর, এবং আরামদায়ক সিট সহ রাইডিং ব্যাক সাপোর্ট।

জিটি৫ ই-স্কুটার ১.৮ এবং ২.৪ কিলোওয়াট লিথিয়াম আয়ন ব্যাটারি ভ্যারিয়েন্টে এসেছে। ব্যাটারি ফুল চার্জ হতে সময় নেয় ৩-৪ ঘন্টা, সম্পূর্ণ চার্জ হয়ে গেলে এটি ১০০-১৫০ কিমি রাইডিং রেঞ্জ দেবে। এতে জার্মানির Bosch কোম্পানির IP67 রেটিংযুক্ত ওয়াটারপ্রুফ ৩ কিলোওয়াট আওয়ার BLDC মোটর রাখা হয়েছে, যা ৫৮ এনএম টর্ক জেনারেট করতে সক্ষম। স্কুটারটির সর্বোচ্চ গতিবেগ ৫০ কিমি/ঘন্টা এবং ৭-৮ সেকেন্ডে এটি ০-৪৫ কিমি/ঘন্টা গতিবেগ তুলতে পারবে।

জিটি৫ ইলেকট্রিক স্কুটার অ্যালুমিনিয়াম সুইংআর্ম, ফ্রন্ট ডিস্ক ব্রেক, সামনে টেলিস্কোপিক ফোর্কস, এবং পিছনে ডুয়েল কয়েল সাসপেনশন পেয়েছে। স্কুটারটির পেলোড ক্যাপাসিটি ২৪৫ কেজি এবং ওজন ১৭০ কেজি। জিটি৫-এর এক্স-শোরুম দাম ১.১৫ লক্ষ টাকা। সাদা ও কালো রঙের মধ্যে এটি বেছে নেওয়া যাবে।

White Carbon Motors O3

প্রথমবার দেখলে হোয়াইট কার্বন মোটরস ও৩ ই-স্কুটারটির চেহারা অনেকটা মোপেডের মতো বলে মনে হবে। তবে লুকস আকর্ষণীয় করে তোলার জন্য মাথা থেকে পা পর্যন্ত কোম্পানি যথেষ্ট কাজ করেছে। এতেও আপনি পাচ্ছেন ডিজিটাল স্পিডোমিটার ও ওডোমিটার, এলইডি প্রোজেক্টর ল্যাম্প, এলইডি টেললাইট, এলইডি টার্ন লাইট, ইউএসবি চার্জিং, অ্যান্টি থেফ্ট এলার্ম, অ্যালয় হুইল, এবং কাস্টমাইজেবল রাইডিং ব্যাক সাপোর্ট৷ ও৩ স্কুটার ১.৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক এবং IP57 রেটেড ওয়াটারপ্রুফ বিএলডিসি মোটরে চলবে। এর রাইডিং রেঞ্জ ৭০ কিমি ও টপ স্পিড ২৫ কিমি/ঘন্টা।

স্কুটারটির ওজনও খুব হালকা। ব্যাটারি প্যাক বাদ দিলে এর মোট ওজন মাত্র ৪৩ কেজি, আবার পেলোড ক্যাপাসিটি ১২০ কেজি। ব্রেকিং এবং সাসপেনশনের জন্য এতে রয়েছে ফ্রন্ট ডিস্ক ব্রেক এবং টেলিস্কোপিক ফ্রন্ট ফোর্কস এবং রিয়ার ডুয়েল কয়েল সাসপেনশন। O3 ইলেকট্রিক স্কুটারের দাম রাখা হয়েছে ৫৫,৯০০ টাকা। এটি নীল, লাল, সাদা, হলুদ রঙের বিকল্পে উপলব্ধ।

কোম্পানির ওয়েবসাইট অনুযায়ী, GT5 ও O3 এখন শুধুমাত্র গুজরাতেই পাওয়া যাবে। তবে দেশজুড়ে ব্যবসার প্রসার ঘটানোর লক্ষ্যে White Carbon Motors তার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক উন্নত করছে‌। এছাড়াও, মিড-রেঞ্জ ভেহিকল এবং চার্জিং পরিকাঠামো গড়ে তোলার জন্যেও সংস্থাটি কাজ করে চলেছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন