নববর্ষের অফার নিয়ে হাজির Amazon, বাম্পার ছাড়ে Samsung, Realme, Redmi থেকে iPhone

Amazon ইন্ডিয়া OnePlus, Samsung, Apple এবং Xiaomi-এর মতো ব্র্যান্ডের স্মার্টফোনে বেশ কিছু ডিল অফার করছে

বছর শেষ হতে আর হাতে গোনা কয়েকদিন বাকি। আর এই সময় Amazon ইন্ডিয়া OnePlus, Samsung, Apple এবং Xiaomi-এর মতো ব্র্যান্ডের স্মার্টফোনে বেশ কিছু ডিল অফার করছে। যেখানে পাওয়া যাবে এক্সচেঞ্জ অফার এবং নো-কস্ট EMI সহ আরো একাধিক সুবিধা। তাই প্রিয়জনকে বড়দিন বা নতুন বছরের উপহার দেওয়ার জন্য অথবা নিজের স্মার্টফোনটি আপগ্রেড করার জন্য এই সুযোগে কিনে ফেলতে পারেন নয়া ফোন। আসুন Amazon-এ এখন কোন ফোন কত দামে পাওয়া যাবে দেখে নেওয়া যাক।

Samsung Galaxy M13

দাম ৮,১৯৯ টাকা

স্যামসাং গ্যালাক্সি এম১৩ ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি ব্যাকআপ উপস্থিত। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে এক্সিনস ৮৫০ প্রসেসর। এছাড়াও, এতে আছে ১২ জিবি র‍্যাম।

Realme Narzo N55

দাম ৯,৯৯৯ টাকা

ডিভাইসটিতে আছে প্রিমিয়াম আল্ট্রা-স্লিম ডিজাইন সহ ৬.৭২ ইঞ্চির ডিসপ্লে, ৬৪ মেগাপিক্সেল AI প্রাইমারি শ্যুটার ফিচার যুক্ত ক্যামেরা এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি।

Samsung Galaxy M14 5G

দাম ১১,৯৯০ টাকা

ফুল এইচডি প্লাস ডিসপ্লে বিশিষ্ট এই ডিভাইসে আছে ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ। এছাড়াও, এতে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Redmi 12 5G

দাম ১৩,৯৯৯ টাকা

Realme Narzo 60X 5G

দাম ১৪,৪৯৯ টাকা

এই ৫জি ডিভাইসটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি শ্যুটার এবং দীর্ঘ ব্যাটারি লাইফ সহ উপলব্ধ।

Samsung Galaxy M34 5G

দাম ১৬,৪৯৯ টাকা

Samsung Galaxy M34 5G ডিভাইসটিতে আছে ট্রিপল ক্যামেরা সেটআপ, ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬.৫ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে।

OnePlus Nord CE 3 Lite 5G-

দাম ১৯,৯৯৯ টাকা

এই ডিভাইসে ৬.৭২ ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। আর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ ৫জি প্রসেসর দ্বারা চালিত এই হ্যান্ডসেটে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি শ্যুটার সহ ৫০০০ এমএএইচ ব্যাটারি উপস্থিত।

iQOO Z7 Pro 5G

দাম ২৪,৯৯৯ টাকা

কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৮২জি প্রসেসর দ্বারা চালিত এই হ্যান্ডসেটে লিকুইড কুলিং সিস্টেম উপস্থিত। এতে ৬৬ ওয়াট ফ্ল্যাশ চার্জিং সমর্থিত।

Oneplus Nord CE 3 5G

দাম ২৪,৯৯৯ টাকা

ডিভাইসটিতে আছে ডুয়েল ভিউ ভিডিও ক্যাপাবিলিটি, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি শ্যুটার, ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, এবং ৬.৭-ইঞ্চি ডিসপ্লে সহ দীর্ঘ ব্যাটারি লাইফ৷

iQOO Neo 7 Pro 5G

দাম – ৩৫,৯৯৯ টাকা

গেমারদের জন্য ডিজাইন করা এই ডিভাইসটিতে আছে স্ন্যাপড্রাগন ৮+ জেন ১, ইউএফএস ৩.১ স্টোরেজ এবং LPDDR5 র‍্যাম। এছাড়াও, ডিভাইসটিতে একটি গেমিং চিপ এবং দীর্ঘ ব্যাটারি সহ ১২০ ওয়াট ফ্ল্যাশচার্জিং উপস্থিত।

OnePlus 11R 5G

দাম ৩৯,৯৯৯ টাকা।

ওয়ানপ্লাসের এই নতুন হ্যান্ডসেটে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর রয়েছে এবং আছে সুপারফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে সহ ৫০ মেগাপিক্সেল রিয়ার শ্যুটার। এছাড়াও, এই স্মার্টফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

Apple iPhone 13

দাম ৫২,৯৯৯ টাকা

আইফোন ১৩ ডিভাইসটিতে ৬.১ ইঞ্চি সুপার রেটিনা XDR ডিসপ্লে, উন্নত ডুয়াল-ক্যামেরা সিস্টেম, ৪কে ডলবি ভিশন, এইচডিআর রেকর্ডিং এবং A15 বায়োনিক চিপ উপস্থিত।