আরও বেশি শহরে Express ওয়াই-ফাই হটস্পট পৌঁছে দিচ্ছে Facebook

ছোট ছোট ব্যবসা, স্থানীয় উদ্যোগ এবং গণযোগাযোগের ক্ষেত্র হিসেবে আজ বিভিন্ন সামাজিক মাধ্যমগুলির গুরুত্ব অনস্বীকার্য। বিশেষত অতিমারির বিপর্যস্ত সময়ে মানুষ আরও বেশি পরিমাণে এই মাধ্যমগুলির উপর নির্ভরশীল হয়ে পড়েছেন। ভার্চুয়াল দুনিয়ায় নিবিড় ও মসৃণ যোগাযোগ ব্যতীত সমস্ত উদ্যোগ আজ অসম্পূর্ণ। আর সে কারণেই প্রয়োজন অবাধ ইন্টারনেট সংযোগ। একথা মাথায় রেখেই দেশের প্রথম সারির আইএসপি (ISP) বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারগুলি বিভিন্ন স্থানে ওয়াইফাই (WiFi) হটস্পট পরিষেবা চালু করতে আগ্রহী। পাশাপাশি Facebook -এর মতো জনপ্রিয় সংস্থাও সম্প্রতি তাদের এক্সপ্রেস ওয়াইফাই (Express Wi-Fi) পরিষেবাকে আরো বেশী সংখ্যক জনতার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। এই উদ্দেশ্যে তারা সম্প্রতি D-VoiS এবং Netplus -এর মতো ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। এর ফলে আগামীদিনে বেঙ্গালুরু, কর্ণাটক এবং পাঞ্জাবের বিভিন্ন শহরে অগণিত নতুন ওয়াইফাই (Wi-Fi) হটস্পট কেন্দ্র গড়ে উঠতে পারে। আসুন এ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

অবগতির জন্য জানিয়ে রাখি যে, ফেসবুকের Express Wi-Fi পরিষেবা কোনো নতুন উদ্যোগ নয়। ইতিমধ্যেই বিশ্বের ত্রিশটিরও অধিক দেশে এক্সপ্রেস ওয়াইফাই পরিষেবার অস্তিত্ব রয়েছে। ভারতেও ধীরে ধীরে এই পরিষেবা ছড়িয়ে দেওয়ার কাজ চলছে। এই মুহূর্তে দেশের ১২টি রাজ্যে ফেসবুকের ওয়াইফাই (Wi-Fi) সরবরাহ পরিষেবার অস্তিত্ব রয়েছে। উল্লেখ্য, অতিমারির প্রথম ধাক্কার সময় ফেসবুকের এক্সপ্রেস ওয়াই-ফাই প্রকল্পের দৌলতে অসংখ্য মানুষের কাছে বিভিন্ন বিষয়ে যথাযথ তথ্য এবং বিবরণ প্রেরণ করা সম্ভবপর হয়েছিল।

নতুন নতুন ওয়াই-ফাই কেন্দ্র গড়ে তোলার দ্বারা সাধারণ মানুষের মধ্যে অনলাইন যোগাযোগ পূর্বের থেকে আরো উন্নত হলে তা অর্থনৈতিক শ্রীবৃদ্ধির পক্ষে বিশেষ সহায়ক হবে বলে বিভিন্ন মহল মনে করছে। কেননা ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা-বাণিজ্য ও উদ্যোগগুলি সফল হলে আদতে অর্থনীতিই উপকৃত হবে। এক্ষেত্রে ফেসবুকের এক্সপ্রেস ওয়াই-ফাই পরিষেবা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে বলে আমাদের অনুমান।

D-VoiS এবং Netplus -এর মত ইন্টারনেট সরবরাহকারীদের সাথে ফেসবুকের (Facebook) চুক্তি নতুন হলেও, আগামীদিনে এই পরিষেবা আরো সম্প্রসারিত হবে বলে মনে হয়। তখন দেশের আরো বেশী সংখ্যক অঞ্চলে পরিষেবাটি বিস্তার লাভ করতে পারে। তবে আপাতত বেঙ্গালুরু, পাঞ্জাবের বহু ক্ষুদ্র-উদ্যোগপতি যে ফেসবুকের এক্সপ্রেস ওয়াই-ফাই প্রকল্পের দ্বারা কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগসুবিধার মুখোমুখি হবেন, সে বিষয়ে কোন দ্বিমত নেই।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন