OnePlus Nord CE 5G আজ প্রথমবার সেলে হাজির, পাবেন ৬০০০ টাকা পর্যন্ত বেনিফিট

আজ থেকে ভারতে শুরু হচ্ছে OnePlus Nord CE 5G এর ওপেন সেল‌। দুপুর ১২ টায় এই ফোনটি Amazon ও OnePlus ওয়েবসাইট থেকে কেনা যাবে। লঞ্চ অফার হিসাবে এই এই ফোনের ওপর ব্যাংক অফারের সুবিধা নিতে পারবেন ক্রেতারা। উল্লেখ্য, 5G সাপোর্টের সাথে আসা এই বাজেট ফোনটি গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল। ওয়ানপ্লাস নর্ড সিই ৫জি ফোনে আছে কোয়ালকম স্ন‌্যাপড্রাগন প্রসেসর, ট্রিপল রিয়ার ক্যামেরা ও পাঞ্চ হোল ডিসপ্লে।

OnePlus Nord CE 5G এর দাম ও অফার

ওয়ানপ্লাস নর্ড সিই ৫জি ফোনের ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম রাখা হয়েছে ২২,৯৯৯ টাকা। আবার ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের দাম যথাক্রমে ২৪,৯৯৯ টাকা ও ২৭,৯৯৯ টাকা। ফোনটি ব্লু ভয়েড (ম্যাট), চারকোল ইঙ্ক (গ্লজি) এবং সিলভার রে কালারে উপলব্ধ।

সেল উপলক্ষ্যে OnePlus ওয়েবসাইট ও Amazon থেকে ফোনটি কেনার সময় HDFC ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকরা সাধারণ ও ইএমআই ট্রানজ্যাকশনে ১,০০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন। আবার OnePlus Store App থেকে ২৪ ঘন্টার মধ্যে ফোনটি কিনলে জিতে নেওয়া যেতে পারে OnePlus Watch বা অন্য প্রোডাক্ট। শুধু তাই নয় Amazon, OnePlus Nord CE 5G ফোন কেনার ক্ষেত্রে Jio গ্রাহকরা ৬,০০০ টাকা পর্যন্ত বেনিফিট দেবে।

OnePlus Nord CE 5G এর স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস নর্ড সিই ৫জি ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড অক্সিজেনওএস ১১-এ চলবে। এই ফোনে আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৪৩-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০x২৪০০ পিক্সেল) AMOLED ডিসপ্লে। ফোনটি দুর্দান্ত পারফরম্যান্স অফার করবে। কারণ এতে রয়েছে অ্যাড্রনো ৬১৯ জিপিইউ সহ স্ন্যাপড্রাগন ৭৫০জি প্রসেসর। 

আবার যারা ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত ফোন করছেন তাদের জন্য OnePlus Nord CE 5G উপযুক্ত, কারণ এই ফোনে পাওয়া যাবে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি, যার সাথে ৩০ ওয়াট ফাস্ট চার্জিং (Warp Charge 30T Plus) সাপোর্ট করবে।

ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল এফ/১.৭৯ অ্যাপারচার ও EIS সাপোর্ট সহ ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, এফ/ ২.২৫ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য আছে ১৬ মেগাপিক্সেল Sony IMX471 ফ্রন্ট ক্যামেরা। সিকিউরিটির জন্য এতে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন