Vivo X70 আসছে শক্তিশালী Mediatek Dimensity 1200 প্রসেসর সহ, দেখা গেল Geekbench-এ

Vivo আগামী সেপ্টেম্বরে তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ সিরিজ, Vivo X70 লঞ্চ করবে বলে জল্পনা রয়েছে। কারণ ওই সময় ক্রিকেটের মেগা টুর্নামেন্ট IPL 2021 দ্বিতীয়বার শুরু হতে চলেছে। আর চীনা স্মার্টফোন কোম্পানিটি যেহেতু IPL-এর টাইটেল স্পনসর, তাই তাদের চলতি বছরের সবচেয়ে সেরা ফোনগুলির প্রচার এই টুর্নামেন্টের মাধ্যমে সারতে পারে। এই সিরিজের অধীনে তিনটি ফোন লঞ্চ হতে পারে- Vivo X70, Vivo X70 Pro, Vivo X70 Pro Plus। এর মধ্যে Vivo X70 ফোনটিকে আজ Geekbench-এ দেখা গেল। এখান থেকে ফোনটির প্রসেসর সহ বিভিন্ন তথ্য উঠে এসেছে।

Vivo X70 এর Geekbench লিস্টিং

বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম, গিকবেঞ্চে ভিভো এক্স৭০ ফোনটিকে V2104 মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত করা হয়েছে। জানা গেছে এই ফোনে ২.০ গিগাহার্টজ অক্টা কোর প্রসেসর ব্যবহার করা হবে। এই চিপসেটের মডেল নম্বর MT6893Z। জানিয়ে রাখি এটি Mediatek Dimensity 1200 চিপসেটের মডেল নম্বর।

এছাড়া ভিভো এক্স৭০ ফোনটিকে এখানে ১২ জিবি র‌্যাম সহ দেখা গেছে। যদিও আমাদের বিশ্বাস লঞ্চের সময়ে এর আরও র‌্যাম‌ ভ্যারিয়েন্ট থাকবে। আবার ফোনটি অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম সহ চলবে। গিকবেঞ্চে ভিভো এক্স৭০ ফোনটি সিঙ্গেল ও মাল্টি কোর টেস্টে যথাক্রমে ৮৫৯ এবং ২৯৪৬ স্কোর করেছে।

Vivo X70 সিরিজের দাম ফাঁস

কিছুদিন আগে ভিভো এক্স৭০ সিরিজের দাম ফাঁস হয়েছিল। জানা গেছে, এই সিরিজের ভিভো এক্স৭০ স্মার্টফোনটির দাম ৪৫,০০০ টাকা থেকে শুরু হতে পারে। যেখানে ভিভো এক্স৭০ প্রো-এর দাম ৫০,০০০ হাজার টাকার কাছাকাছি থাকবে। অন্যদিকে ভিভো এক্স৭০ প্রো প্লাস-এর দাম ৭০,০০০ হাজার টাকার আশেপাশে রাখা হবে।

Vivo X70 সিরিজের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

ভিভো এক্স৭০ সিরিজের বড় আকর্ষণ হবে এর ক্যামেরা। জানা গেছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি আইএসপি বা ইমেজ সিগন্যাল প্রসেসর এই সিরিজের ক্যামেরাতে দেখা যাবে। এছাড়া ফোনগুলি E4 AMOLED ডিসপ্লে সহ আসতে পারে, যাদের রিফ্রেশ রেট থাকবে ১২০ হার্টজ। আবার ফোনগুলিতে ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন