শুধু Pro মডেল নয়, Realme 12 ও Realme 12+ ফোনেরও ভারতে লঞ্চ নিশ্চিত হয়ে গেল

রিয়েলমি আগামী সপ্তাহের শুরুতেই তাদের Relame 12 Pro সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করতে চলেছে। এর পাশাপাশি, কোম্পানি স্ট্যান্ডার্ড Realme 12 এবং Realme 12+ বাজারে আনার পরিকল্পনা করছে। আর এখন এই দুটি হ্যান্ডসেটই ভারতের বিআইসি (BIS) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে, যা এদেশের বাজারে ফোনগুলির লঞ্চের ইঙ্গিত দেয়। আগামী ২৯ জানুয়ারি আয়োজিত Realme 12 Pro সিরিজের লঞ্চ ইভেন্টের পরপরই, এই নন-প্রো মডেলগুলি ভারতীয় মার্কেটে পা রাখবে বলে আশা করা হচ্ছে।

Realme 12 এবং Realme 12+ পেল BIS-এর অনুমোদন

RMX3867 মডেল নম্বর সহ রিয়েলমি ১২ প্লাস এবং RMX3868 মডেল নম্বর সহ রিয়েলমি ১২ স্মার্টফোন দুটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস সার্টিফিকেশন প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে। এই সার্টিফিকেশন উভয় হ্যান্ডসেটকে ভারতীয় বাজারে প্রবেশ করার জন্য সবুজ সংকেত দিয়েছে। যদিও ফোনগুলির আনুষ্ঠানিক লঞ্চের তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

জানিয়ে রাখি, সম্প্রতি রিয়েলমি ১২ প্লাস মডেলটি মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC) কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়েছে, যা এর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং ডিজাইন প্রকাশ করেছে। এফসিসি ডকুমেন্টগুলি দেখায় যে, রিয়েলমি ১২ প্লাস দেখতে অনেকটা রিয়েলমি ১২ প্রো-এর অনুরূপ হবে, যার পরিমাপ প্রায় ১৬২.৯ × ৭৫.৫ মিলিমিটার হতে পারে। ডিভাইসটির পিছনে একটি গোলাকার ক্যামেরা মডিউল থাকবে, যার মধ্যে পেরিস্কোপ টেলিফটো লেন্স সহ ট্রিপল ক্যামেরা সেটআপ অবস্থান করতে পারে।

এছাড়া, Realme 12+এ শক্তিশালী ৫,০০০ এমএএইচ (নির্দিষ্টভাবে ৪,৮৮০ এমএএইচ) লিথিয়াম-আয়ন পলিমার ব্যাটারি থাকতে পারে। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক রিয়েলমি ইউআই ৫.০ (Realme UI 5.0) কাস্টম স্কিনে রান করবে বলে আশা করা হচ্ছে।