iPhone 15 Pro: Apple-র বড় চমক, আপনার পছন্দের রঙে হাজির হতে পারে নতুন আইফোন

Apple iPhone 15 সিরিজের আগমনের জন্য অ্যাপল অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এই লাইনআপটি কোম্পানির রীতি অনুযায়ী আগামী সেপ্টেম্বরে আত্মপ্রকাশ করবে বলে আশা করা যায়। iPhone 15 সিরিজও তার পূর্বসূরির মতো চারটি মডেলের সমন্বয়ে গঠিত হবে, এগুলি হল – iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max। ইতিমধ্যেই ডিভাইসগুলির সম্পর্কে বহু তথ্য ফাঁস হয়েছে। এগুলির ডিজাইন, মূল্য এবং কালার অপশন প্রদর্শন করেও অসংখ্য লিক এবং রিপোর্ট সামনে এসেছে। আর এখন একটি নতুন প্রতিবেদন থেকে iPhone 15 Pro-এর ডিজাইন ও কালার ভ্যারিয়েন্ট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে।

iPhone 15 Pro-এর ডিজাইন এবং কালার অপশন ফাঁস হল

ম্যাকরিউমার্সের রিপোর্ট অনুযায়ী, আইফোন ১৫ প্রো একটি নতুন কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। সংস্করণটিতে সূক্ষ্ম গ্রে টোন সহ ডার্ক ব্লু কালার দেখা যাবে। তবে এই রঙের পোশাকি নাম এখনও প্রকাশ করা হয়নি। তারা টিপস্টার আননোনজ২১-এর সাথে যৌথভাবে এই কালার ভ্যারিয়েন্টের একটি রেন্ডারও উন্মোচন করেছে, যা এই মডেলটি থেকে ইউজাররা কী কী আশা করতে পারেন, তার একটি আভাস দিয়েছে।

ফাঁস হওয়া রেন্ডার অনুযায়ী, আইফোন ১৫ প্রো টাইটানিয়াম ধাতু দ্বারা নির্মিত হবে। এটি অনেকটা আইফোন ১২ প্রো মডেলের অনুরূপ হবে, কিন্তু একটু গাঢ় শেড থাকবে। এই কালার অপশনটি প্রোটোটাইপ ডিভাইসগুলিতে ব্যবহার করা হয়েছে, যা চূড়ান্ত প্রোডাক্ট লাইনআপে এটির অন্তর্ভুক্তির একটি শক্তিশালী সম্ভাবনার দিকে নির্দেশ করে।

ডিজাইনের ক্ষেত্রে, iPhone 15 Pro সিরিজের মডেলগুলি তাদের পূর্বসূরি, iPhone 14 Pro-এর সাথে সাদৃশ্য বহন করবে। তবে, নতুন হ্যান্ডসেট কিছু ছোটখাটো পার্থক্যও পরিলক্ষিত হবে, যেমন একটি মাল্টি-ফাংশন মিউট বাটন দিয়ে আগের মিউট সুইচটি রিপ্লেস করা হতে পারে। আরেকটি উল্লেখযোগ্য পরিবর্তন হল, ইউএসবি-টাইপ-সি পোর্টের সংযোজন, যা আগের মডেলগুলিতে থাকা অ্যাপলের চিরাচরিত লাইটনিং পোর্টটিকে প্রতিস্থাপন করবে৷

এছাড়াও, iPhone 15 Pro মডেলগুলিতে নতুন পেরিস্কোপ ক্যামেরা প্রযুক্তি ব্যবহার করতে পারে অ্যাপল৷ iPhone 15 সিরিজের Pro মডেলগুলিতে (Pro এবং Pro Max) বহু প্রতীক্ষিত A17 Bionic চিপ ব্যবহার হবে বলে আশা করা হচ্ছে, যা উন্নত কর্মক্ষমতা এবং দক্ষতা প্রদান করবে। তবে, এই সমস্ত নতুন ফিচারগুলির সাথে আসন্ন iPhone 15 সিরিজ আরও ব্যয়বহুল হবে বলে অনুমান করা হচ্ছে, বিশেষ করে টপ-এন্ড Pro Max ভ্যারিয়েন্টটি।