Tecno Pova 5 সিরিজ এবার টেক্কা দেবে নার্থিং ফোনকে, ফোন বা নোটিফিকেশন এলেই জ্বলে উঠবে নানা রঙের আলো

Tecno Pova 5 স্মার্টফোন সিরিজের LED আর্ক ইন্টারফেস টিজ করল স্বয়ং সংস্থা

Tecno বর্তমানে ভারতের বাজারে Pova 5 স্মার্টফোন সিরিজের লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এক্ষেত্রে সংস্থার পক্ষ থেকে ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে যে, আলোচ্য লাইনআপকে লঞ্চের পরে ই-কমার্স সাইট Amazon থেকে পাওয়া যাবে। আর আজ Tecno একটি টিজার ভিডিও শেয়ার করে আলোচ্য সিরিজের অধীনে আসা হ্যান্ডসেটগুলির ব্যাক প্যানেলে বিদ্যমান LED আর্ক ইন্টারফেস কিভাবে কাজ করবে তা প্রদর্শন করেছে। পাশাপাশি সংস্থার তরফ থেকে Tecno Pova 5 সিরিজের লঞ্চের তারিখও ঘোষণা করা হয়েছে।

জানিয়ে রাখি, Tecno গত মাসে নির্বাচিত কয়েকটি দেশীয় বাজারে Tecno Pova 5 4G স্মার্টফোনকে লঞ্চ করেছিল। গ্লোবাল মার্কেটে এটি মিডিয়াটেক হেলিও জি৯৯ চিপসেটের সাথে এসেছে।

Tecno Pova 5 স্মার্টফোন সিরিজের LED আর্ক ইন্টারফেস টিজ করল স্বয়ং সংস্থা

সংস্থা দ্বারা শেয়ার করা লেটেস্ট টিজার ভিডিওতে, টেকনো পোভা ৫ সিরিজের ব্যাক প্যানেলে ব্যবহৃত এলইডি আর্ক ইন্টারফেস টিজ করা হয়েছে। ভিডিওতে দেখা গেছে, ফোনে যতবার ইনকামিং কল আসবে ততবারই একাধিক রঙে আলোকিত হতে থাকবে ডিভাইসটির ব্যাক প্যানেল। অনেকটা নাথিং ফোন ১ এবং ফোন ২ -এর গ্লাইফ ইন্টারফেসের মতো কাজ করবে আসন্ন টেকনো মোবাইলের এলইডি আর্ক ইন্টারফেস। তবে সিরিজের ফোনগুলিতে এই নয়া প্রযুক্তি আর কোন কোন কার্যকারিতা অফার করবে তা এখনও প্রকাশ্যে আনা হয়নি।

Tecno Pova 5 স্মার্টফোন সিরিজ কবে লঞ্চ হবে ভারতে?

টেকনোর ঘোষণা অনুসারে, আগামী ১৪ই আগস্ট ভারতের বাজারে পা রাখতে চলেছে টেকনো পোভা ৫ স্মার্টফোন সিরিজ। আর আগেই যেমনটা বলেছি, আলোচ্য লাইনআপকে লঞ্চ-পরবর্তী সময়ে ই-কমার্স সাইট অ্যামাজন সহ রিটেল স্টোরের মাধ্যমে কেনার জন্য উপলব্ধ করা হবে।

সংস্থাটি এখনও তাদের এই আসন্ন হ্যান্ডসেটের স্পেসিফিকেশন নিশ্চিত করেনি। তবে যেহেতু ফোনটি ইতিমধ্যেই বেশ কয়েকটি আঞ্চলিক বাজারে লঞ্চের মুখ দেখেছে, সেহেতু এর ফিচার আমাদের জানা। Tecno Pova 5 4G স্মার্টফোনে ৬.৭৮-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪৬০ পিক্সেল) IPS LCD ডিসপ্লে রয়েছে। এটি ৬এনএম প্রসেসিং নোড ভিত্তিক মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর সহ এসেছে। এতে ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ পাওয়া যাবে। আবার ক্যামেরা বিভাগের ক্ষেত্রে ডিভাইসটি AI-ব্যাকড ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করে, যার প্রাইমারি সেন্সর ৫০-মেগাপিক্সেলের। এদিকে সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য ৮-মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বিদ্যমান। পরিশেষে, পাওয়ার ব্যাকআপের জন্য Tecno Pova 5 4G স্মার্টফোনে ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং এবং ১০ ওয়াট রিভার্স চার্জিং সমর্থন করে।