২৫ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ সহ Oppo Enco X ট্রুলি ওয়্যারলেস ইয়ারবাড ভারতে লঞ্চ হল

চীনা স্মার্টফোন কোম্পানি Oppo আজ ভারতে লঞ্চ করেছে Reno 5 Pro 5G। তবে এর সাথে কোম্পানি একটি ট্রুলি ওয়্যারলেস ইয়ারবাড Oppo Enco X ও বাজারে এনেছে। এটিকে দেখতে অনেকটাই Airpods Pro-র মতো। অপ্পো এনকো এক্স ইয়ারবাড এর মূল আকর্ষণ অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার। এছাড়াও এতে পাবেন ১১ মিমি কোক্সিয়াল ড্রাইভার, ২৫ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ ও ব্লুটুথ ৫.২। আবার এটি IP54 রেটিং প্রাপ্ত হওয়ায়, ধুলোবালি ও জল প্রতিরোধী। জানিয়ে রাখি Oppo Enco X TWS গত অক্টোবরে চীনে লঞ্চ হয়েছিল।

Oppo Enco X TWS ইয়ারবাড এর দাম ও সেলের তারিখ

ভারতে অপ্পো এনকো এক্স ইয়ারবাড এর দাম রাখা হয়েছে ৯,৯৯০ টাকা। এটি ব্ল্যাক ও হোয়াইট কালারে উপলব্ধ। আগামী ২২ জানুয়ারি থেকে এটি  Flipkart, Oppo India e-store ছাড়াও বিভিন্ন রিটেল স্টোর থেকে কেনা যাবে।

Oppo Enco X TWS ইয়ারবাড এর স্পেসিফিকেশন, ফিচার

অপ্পো প্রখ্যাত নর্ডিক HiFi অডিও ব্রান্ড, Dynaudio-র সাথে হাত মিলিয়ে এনকো এক্স ইয়ারবাডটি তৈরী করেছে। ইয়ারবাডটি এসেছে ডুয়াল ড্রাইভার সেটআপ এর সাথে – ১১ মিমি কোক্সিয়াল ড্রাইভার এবং ৬ মিমি ব্যালেন্সড মেমব্রেন। কোম্পানির দাবি এই ড্রাইভার যেকোনো ধরনের ফ্রিকোয়েন্সির মসৃণ সরবরাহ সুনিশ্চিত করবে। Oppo Enco X ইয়ারফোনে আছে ব্লুটুথ ৫.২৷ ফলে আপনি দ্রুত ডিভাইসের সাথে একে কানেক্ট করতে পারবেন। অ্যান্ড্রয়েড ও iOS উভয় ডিভাইসে এটি সাপোর্ট করবে।

এই ইয়ারবাডে DBBE 3.0 সাউন্ড সিস্টেম টেকনোলজি ব্যবহার করা হয়েছে। আবার এতে পাবেন LHDC (Low Latency and High Definition audio) ওয়্যারলেস ট্র্যান্সমিশন ফিচার, যেটি যেকোনও দৃশ্যে স্বতন্ত্র এবং বিশদ স্তরের শব্দের আউটপুট দিতে সক্ষম করেছে। এনকো এক্সে ANC বা অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার বর্তমান৷ এটি চারটি মোডের মাধ্যমে (ম্যাক্স নয়েজ ক্যানসেলেশন, নয়েজ ক্যানসেলেশন, ট্রান্সপ্যারেসি মোড, এবং নয়েজ ক্যানসেলেশন অফ) নয়েজ ক্যানসেলেশন সরবরাহ করে, ফলে ইউজার ইচ্ছামত কাস্টোমাইজ করতে পারবেন।

Enco X TWS ধুলো ও জল প্রতিরোধ করতে IP54 রেটিং সহ এসেছে। এতে টাচ কন্ট্রোল আছে, যেটি ভলিউম কন্ট্রোল, নয়েজ ক্যানসেলেশন, মিউজিক প্লেব্যাক, এবং কলে রিসিভের মত কাজ করবে। কোম্পানির তরফে জানানো হয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার না ব্যবহার করলে Oppo Enco X সিঙ্গেল চার্জে ২৫ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দেবে। তবে এটি সক্রিয় থাকলে ৫.৫ ঘন্টা অব্দি ও ম্যাক্স নয়েজ ক্যানসেলেশন মোডে এটি ২০ ঘন্টা মতন ব্যবহার করা যাবে। Oppo এতে Qi ওয়্যারলেস চার্জিং সাপোর্টও দিয়েছে। চার্জিংয়ের জন্য এতে আছে ইউএসবি টাইপ সি পোর্ট।