Infinix Hot 40i ভারতে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও আইফোনের মতো ডিজাইন সহ লঞ্চ হল, দাম অনেক কম

Infinix Hot 40i স্মার্টফোন ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, এর দাম ৯,৯৯৯ টাকা

গত বছর নির্বাচিত কয়েকটি আঞ্চলিক বাজারে ঘোষণা করা হয়েছিল Infinix Hot 40i স্মার্টফোনের। আর আজ (১৬ই ফেব্রুয়ারি) ডিভাইসটি ভারতে আত্মপ্রকাশ করল। এটি হল একটি এন্ট্রি-লেভেল হ্যান্ডসেট, যার দাম এদেশে ১০,০০০ টাকারও কম রাখা হয়েছে। ফিচার হিসাবে Infinix Hot 40i স্মার্টফোনে পাওয়া যাবে – HD+ IPS LCD ডিসপ্লে প্যানেল, ৫০ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট, ২৫৬ জিবি স্টোরেজ এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি। সংস্থার দাবি অনুসারে, এই ফোন ডুয়েল এলইডি ফ্ল্যাশ যুক্ত ৩২ মেগাপিক্সেলের সেলফি সেন্সর অফার করে যা কোনো আর এন্ট্রি-লেভেল হ্যান্ডসেটে দেখা যাবে না। সর্বোপরি এটি অ্যাপল আইফোনের অনুরূপ ডিজাইন অফার করে। চলুন Infinix Hot 40i স্মার্টফোনের দাম, প্রাপ্যতা এবং স্পেসিফিকেশন সম্পর্কে খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

ভারতে Infinix Hot 40i স্মার্টফোনের দাম ও লভ্যতা

এদেশের বাজারে ইনফিনিক্স হট ৪০আই স্মার্টফোন ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। এর দাম ৯,৯৯৯ টাকা ধার্য করা হয়েছে। এটি – পাম ব্লু, স্টারফল গ্রিন, হরাইজন গোল্ড এবং স্টারলিট ব্ল্যাক কালার অপশনে এসেছে।

আগ্রহীদের জানিয়ে রাখি, আগামী ২১শে ফেব্রুয়ারি থেকে ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোন কেনা যাবে। সেল অফারের অংশ হিসাবে, নির্বাচিত ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে এর সাথে ফ্লাট ১,০০০ টাকার ডিসকাউন্ট দেওয়া হবে। যারপর এই ইনফিনিক্স হ্যান্ডসেট নূন্যতম ৮,৯৯৯ টাকা খরচ করে পকেটস্থ করা সম্ভব।

Infinix Hot 40i স্পেসিফিকেশন

ইনফিনিক্স হট ৪০আই স্মার্টফোনে আইফোনের অনুরূপ ডিজাইন লক্ষ্যণীয়। এতে ৬.৬-ইঞ্চির এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে প্যানেল আছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৪৮০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ডিসপ্লে ঠিক উপরিভাগে অবস্থান করছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ও ডুয়াল এলইডি ফ্ল্যাশ লাইট। আবার ডিভাইসের পিছনে কোয়াড এলইডি ফ্ল্যাশ সমেত ডুয়েল ক্যামেরা সেটআপ বিদ্যমান। এই ক্যামেরাগুলি হল – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং একটি এআই (AI) লেন্স। সিকিউরিটি ফিচার হিসাবে এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অন্তর্ভুক্ত থাকছে।

নবাগত এই হ্যান্ডসেটে ইউনিসক টি৬০৬ প্রসেসর ব্যবহার করা হয়েছে। অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এক্সওএস ১৩ কাস্টম স্কিন প্রি-লোডেড থাকছে। এই ফোন ৮ জিবি LPDDR4x র‍্যাম এবং ২৫৬ জিবি UFS 2.2 স্টোরেজ সহ পাওয়া যাবে। যদিও মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ক্যাপাসিটি বাড়ানো সম্ভব। সর্বোপরি এই লেটেস্ট ইনফিনিক্স মডেল ‘ম্যাজিক রিং’ ফিচারের সুবিধা অফার করে, যা অ্যাপলের ডায়নামিক আইল্যান্ড স্টাইলের অনুরূপ নোটিফিকেশন এবং চার্জিং অ্যানিমেশন দেখায়। তদুপরি Infinix Hot 40i স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ১৮ ওয়াট পর্যন্ত চার্জিং সমর্থন করে। এর পরিমাপ ১৬৩.৫x৭৫.৫৯x৮.৩০ মিমি এবং ওজন ১৯০ গ্রাম।