Top 5 E-Bikes: এক চার্জেই বাড়ি থেকে কলেজ-টিউশন, সস্তায় সেরা 5 ই-বাইকের খোঁজ

কোনরকম দূষণ সৃষ্টি না করে এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়ানোর ক্ষেত্রে বাইসাইকেলের জবাব নেই। বর্তমানে এতে ব্যাটারি যোগ হওয়ায় কসরত না করেই গন্তব্যে দ্রুত পৌঁছানো যায়। তবে ফিট থাকার জন্য যদি কেউ কায়িক পরিশ্রম করতে চান, সেই সুবিধাও মেলে এতে। মডেলগুলি প্রতি ঘন্টায় ৪৫ কিলোমিটার পর্যন্ত টপ-স্পিড ছুঁতে পারে। আজকের এই প্রতিবেদনে ভারতের বাজারে উপলব্ধ সস্তার পাঁচ সেরা ৫টি ইলেকট্রিক সাইকেলের হদিস রইল।

Skelling Lite

Skelling Lite একটি ২১০ ওয়াট আওয়ার ব্যাটারির মাধ্যমে ২৫ কিলোমিটার রেঞ্জ প্রদান করে। কিনতে খরচ হবে ১৯,৯৯৯ টাকা। মিল্ড স্টিল ফ্রেম, V-ব্রেকে ছোটে ই-বাইকটি। এছাড়া রয়েছে ২৫০ ওয়াট মোটর। এর চার্জিং টাইম ২.৫ ঘন্টা। থ্রি-লেভেল প্যাডেল অ্যাসিস্ট সিস্টেম এবং থ্রটেলের মাধ্যমে প্রতি ঘন্টায় ২৫ কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ গতিবেগ তুলতে পারে।

Hero Lectro Kinza 27.5T SS সিঙ্গেল স্পিড

অ্যামাজনে Hero Lectro Kinza কিনতে খরচ পড়বে ২৬,০৭৯ টাকা। দুটি রঙের বিকল্পে উপলব্ধ এটি। সম্পূর্ণ চার্জে থ্রটল মোডে ২৪ কিলোমিটার রেঞ্জ দেয়। আবার প্যাডেলিক মোডে সর্বোচ্চ ৩০ কিলোমিটার চালানো যায়। IP67 শংসাপত্র প্রাপ্ত থাকায় ই-বাইকটির ব্যাটারি ধুলোবালি ও জল প্রতিরোধে সক্ষম। সম্পূর্ণ চার্জ হতে সময় লাগে চার ঘন্টা। ২৫০ ওয়াট ক্ষমতার রিয়ার হাব মোটর থেকে ৪০ এনএম টর্ক উৎপন্ন হয়।

Stryder ZEETA Plus

টাটার ইলেকট্রিক বাইক তৈরির সংস্থা Stryder লঞ্চ করেছে ZEETA Plus। এতে উপস্থিত একটি ৬ অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি। ব্যাটারি চালিত সাইকেলটির দাম ২৬,৯৯৫ টাকা। প্রতি ঘন্টায় ২৫ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ তুলতে সক্ষম বাইকটি সম্পূর্ণ চার্জে ৩০ কিলোমিটার রেঞ্জ প্রদান করে। এতে হয়েছে ডিস্ক ব্রেক এবং অটোকাট ব্রেক।

Nuze i1

Nuze i1 ইলেকট্রিক বাইসাইকেলটির দাম ২৮,৩৯৯ টাকা। নিরাপদ এবং আরামদায়ক রাইডিংয়ের জন্য এর জুড়ি মেলা ভার। অ্যাডভান্স AL Tech 6061 অ্যালুমিনিয়াম অ্যালয় ফ্রেমের উপর ভিত্তি করে তৈরি ই-বাইকটি। ফ্রেমে দু’বছরের এবং বৈদ্যুতিন যন্ত্রাংশে এক বছরের ওয়ারেন্টি অফার করে কোম্পানি।
২৫০ ওয়াট ব্রাশলেস ডিসি রিয়ার হাব মোটর থেকে সর্বোচ্চ ২৫ কিমি প্রতি ঘন্টার গতিবেগ পাওয়া যায়। এতে রয়েছে একটি ৫.২ অ্যাম্পিয়ার আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক। যা থ্রটল ও পেডাল অ্যাসিস্ট মোডে যথাক্রমে ৩০ কিমি ও ২৫ কিমি পর্যন্ত রেঞ্জ দেয়।

Nexzu Rompus Plus

২৯,৯৯৯ টাকা মূল্যের Nexzu Rompus Plus-এ উপস্থিত একটি ৫.২ অ্যাম্পিয়ার আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি। যা থেকে ৩২ কিলোমিটার রেঞ্জ মেলে। টপ-স্পিড ২৫ কিমি/ঘন্টা। রাত্রে রাইডিংয়ের জন্য এতে রয়েছে নাইট ভিশন ল্যাম্প ও হর্ন। অ্যান্টি স্কিড পেডাল এবং ডিস্ক ব্রেকের জন্য এর ব্যাপক জনপ্রিয়তা।