CES ইভেন্টে TCL-এর চমক, একসঙ্গে লঞ্চ হল TCL 40 R 5G, TCL 40 SE, ও TCL 408 স্মার্টফোন

আজ অর্থাৎ ৫ই জানুয়ারি ‘কনজিউমার ইলেকট্রনিক্স শো’ (CES 2023) -এর প্রথম দিনেই টেক ব্র্যান্ড TCL একগুচ্ছ নতুন প্রোডাক্টের ঘোষণা করলো। যার মধ্যে অন্যতম একটি হল TCL 40 স্মার্টফোন সিরিজ। এই লাইনআপের অধীনে মোট তিনটি মডেল আত্মপ্রকাশ করেছে, যথা – TCL 40 R 5G, TCL 40 SE, এবং TCL 408। এক্ষেত্রে নাম দেখেই আশা করি বুঝতে পারছেন যে শুধুমাত্র TCL 40 R মডেলটি 5G-সংযোগের সাথে এসেছে এবং বাকি দুটি হ্যান্ডসেট 4G-কানেক্টিভিটি অফার করবে। দেখতে গেলে ফিচারের দিক থেকে উল্লেখিত তিনটি মডেলের মধ্যে তারতম্য ১৯/২০ এর। কিন্তু কানেক্টিভিটির নিরিখে এগুলির দামে আকাশ পাতাল ফারাক নজরে পড়বে।

CES 2023 টেক ইভেন্টে লঞ্চ হল TCL 40 স্মার্টফোন সিরিজ

টিসিএল ৪০ আর ৫জি হল সিরিজের সর্বাধিক দামি বা টপ-এন্ড মডেল, যার বিক্রয় মূল্য ২১৯ ডলার (ভারতীয় মূল্যে প্রায় ১৮,১০০ টাকা) থেকে শুরু হচ্ছে। অন্যদিকে, বাকি দুটি ৪জি-এনাবল মডেল অর্থাৎ টিসিএল ৪০ এসই এবং টিসিএল ৪০৮ -কে যথাক্রমে ১৬৯ ডলার (প্রায় ১৩,৯০০ টাকা) এবং ১২৯ ডলার (প্রায় ১০,৬০০ টাকা) মূল্যে বিক্রি করা হবে।

তবে ফোন তিনটির দামের মধ্যে ভিন্নতা থাকা সত্ত্বেও, প্রত্যেকটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার সেন্সরের সাথে এসেছে। আবার ভিডিও দেখা বা গেম খেলার সময়ে এগুলিতে সংস্থার নিজেস্ব NxtVision স্ক্রিন মোডের সাপোর্ট পাওয়া যাবে৷ তিনটি মডেলই লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। আর কানেক্টিভিটির জন্য এগুলিতে – একটি মাইক্রোএসডি কার্ড স্লট ও ৩.৫ মিমি হেডফোন জ্যাক উপস্থিত থাকছে৷

অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, টিসিএল ৪০ আর ৫জি ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর সহ এসেছে। আর টিসিএল ৪০ এসই মডেলে সমন্বিত থাকছে মিডিয়াটেক হেলিও জি৩৭ চিপসেট। উভয় ফোনেই ৯০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থিত ডিসপ্লে প্যানেল রয়েছে। যদিও ৪জি মডেলে তুলনায় বড় অর্থাৎ ৬.৭৫-ইঞ্চির ডিসপ্লে দেখা যাবে এবং ৫জি ডিভাইসটিতে রয়েছে ৬.৬-ইঞ্চির টাচ প্যানেল।

অন্যদিকে, টিসিএল -এর এই নতুন লাইনআপের সবচেয়ে সস্তার ফোন অর্থাৎ টিসিএল ৪০৮ -এর রিয়ার প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ দেখা গেছে। আগেই বলেছিলাম প্রতিটি ফোনে ৫০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। তবে সেকেন্ডারি ক্যামেরা হিসাবে উক্ত হ্যান্ডসেটে একটি ম্যাক্রো লেন্স বিদ্যমান থাকছে। আর অডিও ফ্রন্টের ক্ষেত্রে, ডিভাইসটি ডুয়াল স্টেরিও স্পিকার সিস্টেমের সাথে এসেছে।

লভ্যতার কথা বললে, বেশিরভাগ টিসিএল ব্র্যান্ডিংয়ের স্মার্টফোনের মতো টিসিএল ৪০ স্মার্টফোন সিরিজ অন্তর্ভুক্ত তিনটি হ্যান্ডসেটকেও ইউরোপ এবং এশিয়ার কিছু অংশে বিক্রি করা হবে। তবে আমাদের কানে খবর পৌঁছেছে যে, টিসিএল ৪০ এসই ৪জি মডেলটি হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রেও আত্মপ্রকাশ করতে পারে। তবে উক্ত দেশের বাজারে ডিভাইসটি সম্ভবত সামান্য ভিন্ন স্পেসিফিকেশন এবং নামে বাজারজাত হবে।