ভারতে আসছে Vivo V21e 5G, ফুল এইচডি প্লাস ডিসপ্লের সাথে থাকবে ৮ জিবি র‌্যাম

গতমাসে মালয়েশিয়ায় লঞ্চ হয়েছিল Vivo V21e 4G। তবে চীনা স্মার্টফোন কোম্পানিটি এই ফোনের 5G ভ্যারিয়েন্টের ওপর কাজ করছে বলে অনেকদিন ধরেই শোনা যাচ্ছে। খুব সম্প্রতি Vivo V21e 5G বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম Geekbench-এ স্পট করা হয়েছিল। আর আজ, স্মার্টফোনটি গুগল প্লে কনসোল (Google Play Console)-এ হাজির হয়েছে। প্লে কনসোলের লিস্টিং থেকে Vivo V21e 5G-এর ডিসপ্লে ডিজাইন এবং কয়েকটি মূল স্পেসিফিকেশন সামনে এসেছে৷

Vivo V21e 5G-এর Google Play Console লিস্টিং

গুগল প্লে কনসোল থেকে জানা গেছে, ভিভো ভি২১ই ৫জি ফোনে সরু বেজেল সহ ওয়াটারড্রপ নচ ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ফুল এইচডি+ (১০৮০x২৪০০ পিক্সেল) রেজোলিউশন অফার করবে। আবার MediaTek MT6833V প্রসেসর দ্বারা Vivo V21e 5G পরিচালিত হবে। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসরের মডেল নম্বর৷ আবার এই ফোনে জিপিইউ হিসাবে থাকবে জি৫৭।

Vivo V21e 5G স্মার্টফোনের ৮ জিবি র‌্যাম ভ্যারিয়েন্ট গুগল প্লে কনসোলে তালিকাভুক্ত রয়েছে। এছাড়াও, ফোনটির একটি বা দু’টি র‌্যাম ভ্যারিয়েন্ট থাকতে পারে। এই ফোনটি অ্যান্ড্রয়েড ১১ সফটওয়্যার ভার্সনে চলবে। অ্যান্ড্রয়েডের ওপরে Vivo-র ফানটাচ ওএস ১১.১ কাস্টম স্কিনের লেয়ার থাকতে পারে।

এর আগে গিকবেঞ্চ থেকেও ভিভো ভি২১ই ৫জি সম্পর্কে একই তথ্য উঠে এসেছিল। জানিয়ে রাখি ফোনটি ইতিমধ্যেই ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস-এর ছাড়পত্র পেয়েছে, ফলে এটি ভারতে শীঘ্রই লঞ্চ হতে পারে। অনুমান করা হচ্ছে আগেই লঞ্চ হয়ে যাওয়া Vivo V21 5G এবং আপকামিং Vivo V21e 5G-এর মধ্যে প্রসেসর ছাড়া তেমন পার্থক্য থাকবে না।