স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোনের মতো ডিজাইন সহ বাজারে আসছে Realme C65, কবে লঞ্চ হবে

Realme C65 ফোনটি গ্লসি ফিনিশিং ব্যাক প্যানেল অফার করবে। যেখানে স্যামসাং গ্যালাক্সি এস22 সিরিজের অনুরূপ ক্যামেরা মডিউল ডিজাইন দেখা গেছে

Realme তাদের C-সিরিজের অধীনে একটি নয়া স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। Realme C65 নামের ফোনটি একাধিক সার্টিফিকেশন সাইট থেকে ছাড়পত্র পেয়েছে। যার দরুন মনে করা হচ্ছিলো ডিভাইসটির লঞ্চ সত্বর। সেইমতো এখন সংস্থার পক্ষ থেকে, ভিয়েতনামের বাজারে এই মডেলের লঞ্চের তারিখ নিশ্চিত করা হল। পাশাপাশি সদ্য প্রকাশ্যে আসা টিজার ইমেজে, আসন্ন স্মার্টফোনের ডিজাইনও দেখা গেছে। আপকামিং Realme C65 মডেলটি, বিদ্যমান Realme C55 -এর উত্তরসূরি হিসেবে আসবে। কিন্তু মজার বিষয় পূর্বসূরি বা সিরিজের অন্যান্য মডেলের অনুরূপ ডিজাইন অফার করার পরিবর্তে, হ্যান্ডসেটটি প্রতিদ্বন্দ্বী সংস্থা Samsung -এর Galaxy S22 সিরিজের থেকে ডিজাইন ধার করেছে।

Realme C65 স্মার্টফোনের লঞ্চের তারিখ প্রকাশ্যে এলো

রিয়েলমি সংস্থার ভাইস প্রেসিডেন্ট চেজ জু (Chase Xu) হালফিলে আসন্ন রিয়েলমি সি65 স্মার্টফোনের জন্য টিজার ইমেজ শেয়ার করেছেন। যা নিশ্চিত করেছে, এই ফোন আগামী 4ঠা এপ্রিল ভিয়েতনামের বাজারে লঞ্চ হবে। পাশাপাশি এই টিজার ইমেজের দৌলতে এই মডেলের ডিজাইনও প্রকাশ্যে এসেছে। যেখানে ডিভাইসটি ফ্ল্যাট ফ্রেমের সাথে দেখা গেছে। এর ডানদিকে ভলিউম রকার এবং পাওয়ার বাটন অবস্থিত। এক্ষেত্রে পাওয়ার বাটন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসাবেও কাজ করবে বলে আশা করা হচ্ছে।

আর ফোনটি গ্লসি ফিনিশিং ব্যাক প্যানেল অফার করবে। যেখানে স্যামসাং গ্যালাক্সি এস22 সিরিজের অনুরূপ ক্যামেরা মডিউল ডিজাইন দেখা গেছে। অর্থাৎ আসন্ন মডেলেও উল্লম্বভাবে অবস্থিত আয়তক্ষেত্রাকার ক্যামেরা আইল্যান্ড রয়েছে। যার মধ্যে একটি এলইডি ফ্ল্যাশ সহ দুটি সেন্সর এবং একটি ডামি ইউনিট নজরে পড়েছে।

প্রসঙ্গত রিয়েলমি সংস্থার ভিয়েতনাম শাখার তরফ থেকে সম্প্রতি ইনস্টাগ্রামে একটি টিজার শেয়ার করা হয়েছিল। এই টিজার পোস্টার নিশ্চিত করেছে যে স্মার্টফোনটি – ভায়োলেট এবং গ্যালাক্সি ব্ল্যাক কালার বিকল্পে লঞ্চ হবে।

আমরা আগেই বলেছি যে, Realme C65 স্মার্টফোন একাধিক সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হয়েছে। যার মধ্যে টিইউভি রাইনল্যান্ড সার্টিফিকেশন সাইটের লিস্টিং থেকে জানা গেছে, ফোনটি 45 ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত 5,000 এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সহ আসবে। আবার ক্যামেরা এফভি-5 পোর্টাল নিশ্চিত করেছে যে, ডিভাইসটি সম্ভবত ‘ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন’ (EIS) ও এফ/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর অফার করবে। এছাড়া Realme C65 স্মার্টফোন অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম দ্বারা চালিত হবে বলে নিশ্চিত করেছে ‘ফেডারেল কমিউনিকেশনস কমিশন’ (FCC)।