ভারতের ডিজিটাল বিপ্লবের কান্ডারী Reliance Jio-র পাঁচ বছরে পা, শুভেচ্ছা-বার্তা নানা মহলের

দেখতে দেখতে পেরিয়ে গেলো পাঁচ বছর। ২০১৬ সালে ভারতের বাজারে রিলায়েন্স জিও (Reliance Jio) তার যাত্রা শুরু করে। তারপর থেকে কেবলই সাফল্য। আবির্ভাবের পরবর্তীকালে দেশের টেলিকম ব্যবসার গতিপথ পরিবর্তন করে রিলায়েন্স গোষ্ঠীর টেলিকমিউনিকেশন শাখাটি আজ বিশ্বেও গুরুত্বপূর্ণ নাম। তাই জন্মদিনে তারা যে প্রযুক্তি বিশ্বের নামীদামী সংস্থার পক্ষ থেকে অভিনন্দিত হবে, সেটা খুবই স্বাভাবিক ব্যাপার। বিশেষ করে আজ যখন আমরা 5G পরিষেবার দোরগোড়ায় দাঁড়িয়ে আছি, সেই সময় দেশের ডিজিটাল বিপ্লবের কান্ডারী হিসেবে রিলায়েন্স জিও’র ভূমিকা অবশ্যই তারিফযোগ্য।

একথা সকলেই জানেন যে ট্রাইয়ের (TRAI) পরিসংখ্যান অনুযায়ী ভারতের টেলিকম বাজারের সর্বাধিক শেয়ার এই মুহূর্তে রিলায়েন্স জিও’র পকেটে। নিজেদের এই গুরুত্বকে স্মরণ করিয়ে দিতে সংস্থাটি তার জন্মদিনে একটি টুইট করেছে। এই টুইটে তারা ১৯৯৫ সাল থেকে দেশের টেলিকম ক্ষেত্রের বিবর্তনকে তুলে ধরেছে। শুধু তাই নয়, একইসাথে তারা একটি ভিডিও টিজার শেয়ার করে গত পাঁচ বছরে তাদের প্রভাব ও অবদানের ব্যাপারে বলিষ্ঠ প্রত্যয় পেশ করেছে। অন্যান্য সংস্থার পক্ষ থেকেও তাদের উদ্দেশ্যে মুহুর্মুহু শুভেচ্ছা বার্তা ভেসে এসেছে।

আসলে Reliance Jio না এলে তুলনামূলক কম খরচে রাশি রাশি ডেটা ব্যবহারের মজা উপভোগ হয়তো অধরাই থেকে যেতো। এক্ষেত্রে সংস্থাটি বৈপ্লবিক বদল এনেছে। বর্তমানে ‘2G মুক্ত ভারত’ গড়ার ডাক দিয়ে তারা আমাদের প্রত্যাশাকে আরো বাড়িয়ে চলেছে।

Reliance Jio -র জন্মদিনে টেক-জায়ান্টদের শুভেচ্ছা বার্তা

শুধু সাধারণ মানুষ নয়, জিও’র জন্মদিনে উচ্ছ্বসিত গোটা টেক বিশ্ব। গুগলের (Google) পক্ষ থেকে তাদের মজার ছলে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। এছাড়া শাওমি ইন্ডিয়া (Xiaomi India) দেশের বদলে যাওয়া ইন্টারনেট পরিষেবার ক্ষেত্রে তাদের অবদানের কথা স্বীকার করে শুভেচ্ছা বার্তা পোস্ট করে। ফোনপে’র (PhonePe) পক্ষ থেকে তাদের অফুরন্ত সম্ভাবনাময় যাত্রার প্রতি সহমর্মিতা জ্ঞাপন করা হয়।

এছাড়াও স্যামসাং (Samsung), ভিভো (Vivo), নোকিয়ার (Nokia) মতো বিভিন্ন মোবাইল প্রস্তুতকারক সংস্থা, অ্যামাজন প্রাইম ভিডিও (Amazon Prime Video) এবং নেটফ্লিক্স ইন্ডিয়ার (Netflix India) মতো স্ট্রিমিং পরিষেবা সরবরাহকারী আগামী দিনে সংস্থার শ্রীবৃদ্ধি কামনা করে অভিনন্দন বার্তা ভাগ করে নেয়।

উল্লেখ্য, খুব তাড়াতাড়ি Reliance Jio সুলভ মূল্যে 5G পরিষেবা নিয়ে আসতে চলেছে। তাছাড়া গুগলের সহযোগিতায় তাদের নতুন 4G স্মার্টফোন বাজারে আসতেও বেশি দেরী নেই। JioPhone Next নামের সঙ্গে আগত এই ফোনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। তাছাড়া এতে অগমেন্টেড রিয়ালিটি (AR) প্রযুক্তির দেখা মিলবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন