Vivo Y21T আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হবে, সাশ্রয়ী দামে পাবেন 50MP ক্যামেরা ও 5000mAh ব্যাটারি

Vivo V23 সিরিজ আগামী সপ্তাহে ভারতে অফিসিয়ালি লঞ্চ হচ্ছে। তবে Vivo V23-এর আগেই এ দেশে আরেকটি হ্যান্ডসেটের ঘোষণা করতে পারে ভিভো। সংস্থা কিছু না বললেও খবর তেমনই। সূত্র অনুযায়ী, ভারতে সামনের সপ্তাহে লঞ্চ হতে চলা সেই স্মার্টফোনের নাম Vivo Y21T। আর এতে যা স্পেসিফিকেশন রয়েছে, তাতে Vivo Y21T বাজেট সেগমেন্টে আসবে বলেই কনফার্ম করা যায়।

৯১মোবাইলসের সঙ্গে যৌথ উদ্যোগে টিপস্টার ঈশান আগরওয়াল Vivo Y21T-এর লঞ্চ ডেট এবং স্পেসিফিকেশনগুলি প্রকাশ করেছে। জানা গিয়েছে যে, Vivo Y21T ভারতে ৩ জানুয়ারি লঞ্চ হতে চলেছে। অর্থাৎ Vivo V23 সিরিজ আত্মপ্রকাশ করার দু’দিন আগে।

ভিভো ওয়াই ২১টি স্মার্টফোনে এলসিডি ডিসপ্লে থাকবে। এর দৈর্ঘ্য জানা যায়নি। তবে সেল্ফি ক্যামেরার জন্য এতে ওয়াটারড্রপ নচ দেখা যাবে। ভিভো ওয়াই ২১টি-এর ক্যামেরা মডিউলটি আয়তকার৷ তার মধ্যে থাকতে পারে তিনটি ক্যামেরা। প্রাইমারি সেন্সরটি ৫০ মেগাপিক্সেলের।

ভিভো ওয়াই ২১টি-এ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর দেওয়া হতে পারে। ডিভাইসটি ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে থাকবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। ভিভো ওয়াই ২১টি সম্পর্কে এই তথ্যগুলিই সামনে এসেছে।