Maruti Alto-র থেকেও কম দামে ভারতের সবচেয়ে সস্তা অটোমেটিক গাড়ি লঞ্চ হল, কিনতে খরচ কত

ভারতে যাত্রীবাহী গাড়ির বাজারে দাপট দেখানোর স্বপ্নে বিভোর রেনো ইন্ডিয়া (Renault India)। তাই কোমর বেঁধে লেগে পড়েছে তারা। এদিকে দীর্ঘদিন রাঘব বোয়াল সংস্থা মারুতি সুজুকি’কে (Maruti Suzuki) সরানো কি আর মুখের কথা! তা সত্ত্বেও যারপরনাই চেষ্টা চালিয়ে যাচ্ছে ফ্রান্সের কোম্পানিটি। সম্প্রতি ভারতের সবচেয়ে সস্তা অটোমেটিক গিয়ারবক্স যুক্ত গাড়ি লঞ্চ করে সাড়া ফেলে দিয়েছে রেনো। নতুন Kwid RXL(O) Easy-R AMT ট্রিম দামের দিক থেকে Maruti Suzuki Alto K10 অটোমেটিক ভ্যারিয়েন্টের চাইতেও সস্তা।

এখানেই শেষ নয়, রেনো আগামী তিন বছরের মধ্যে পাঁচটি নতুন গাড়ি ভারতের রাস্তায় ছোটানোর প্রস্তুতি শুরু করেছে। যার মধ্যে একটি হল আইকনিক মডেল Renault Duster। দীর্ঘদিন বাদে ভারতে এটি কামব্যাক করাতে চলেছে সংস্থা। যাই হোক, ভারতে নতুন লঞ্চ হওয়া Renault Kwid AMT-র দাম ৫.৪৪ লাখ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। যেখানে Maruti Suzuki Alto K10 AMT ৫.৬১ লাখ টাকায় বিকোয়। অর্থাৎ প্রথমটি বেশি সাশ্রয়ী।

নতুন অটোমেটিক ভ্যারিয়েন্টে রেনো কুইড একটি ৯৯৯ সিসি থ্রি সিলিন্ডার, ন্যাচারালি অ্যাস্পিরেটেড পেট্রোল ইঞ্জিনে ছুটবে। যা থেকে সর্বোচ্চ ৬৮ বিএইচপি শক্তি এবং ৯১ এনএম টর্ক উৎপন্ন হবে। নতুন তিনটি ডুয়েল টোন এক্সটিরিয়র বডি কালার গাড়িটির ডিজাইনের নতুন মাত্রা যোগ করেছে। সংশ্লিষ্ট সেগমেন্টে এটিই সবচেয়ে সস্তার ডুয়েল টোন কালারের মডেল।

Renault Kwid AMT-তে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হিসেবে উপস্থিত একটি ৮ ইঞ্চি টাচস্ক্রিন মিডিয়া NAV সিস্টেম, রিয়ার সিটবেল্ট রিমাইন্ডার, ১৪টির অধিক সেফটি ফিচার্স। সংস্থার দাবি, এটি সেগমেন্টের মধ্যে সর্বাধিক সুরক্ষাজনিত ফিচার সমেত হাজির হয়েছে। দাম, ডিজাইন – সবদিক থেকেই গাড়িটি ক্রেতাদের হৃদয় জিতে নেবে বলেই বিশ্বাস রেনোর।