5G কোর নেটওয়ার্ক ভারতীয় হওয়া উচিত, জানালেন রবি শংকর প্রসাদ

গতকাল ভারতীয় টেলিকম কোম্পানি Airtel হায়দ্রাবাদে 5G সার্ভিসের সফল প্রদর্শন করেছে। কোম্পানির তরফে জানানো হয়েছে সরকার অনুমতি দিলে তারা শীঘ্রই 5G পরিষেবা চালু করতে পারে। প্রায় একই সুর শোনা গেছে টেলিকম মন্ত্রী রবি শংকর প্রসাদের গলাতেও। মন্ত্রী জানিয়েছেন সরকার শীঘ্রই 5G ট্রায়াল শুরু করবে। গতকাল টেলিকম মন্ত্রী রবি শংকর প্রসাদ বলেছেন, 5G কোর নেটওয়ার্ক ভারতীয় হওয়া উচিত এবং দেশের উচিত নেক্সট জেনারেশন প্রযুক্তির মাধ্যমে ভারতে তৈরি টেলিকম গিয়ারের সাথে দ্রুত এগিয়ে যাওয়া। 

ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার সার্ভিস ইনকর্পোরেট ইভেন্টে টেলিকম মন্ত্রী জানান, ‘ভারত 2G, 3G এবং 4G রোল আউটের সময় সমস্যার সম্মুখীন হয়েছিল। কিন্তু 5G এর ক্ষেত্রে আমরা পিছিয়ে থাকবো না। তিনি আশ্বাস দেন যে 5G এর ক্ষেত্রে, আমরা বিশ্বের দ্রুততম গতিতে এগিয়ে যাব।’

প্রসঙ্গত টেলিকম বিভাগ (ডিপার্টমেন্ট অফ টেলিকম) ২০১৯ সালে 5G ট্রায়াল শুরু করার লক্ষ্যমাত্রা রেখেছিল। যদিও এখনও পর্যন্ত নেক্সট জেনারেশন 5G এর সার্ভিস উপলব্ধ হয়নি। এমনকি সরকারের তরফেও 5G স্পেকট্রাম নিলাম বহুবার পিছানো হয়েছে। এপ্রসঙ্গে মন্ত্রী জানিয়েছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং মহাকাশ বিভাগ যেহুতু 5G স্পেকট্রামের একটি গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব, এই কারণেই স্পেকট্রাম নিলামে বিলম্ব ঘটেছে। যদিও মার্চ থেকে এই নিলাম শুরু হবে

মার্চে স্পেকট্রাম নিলাম অনুষ্ঠিত হবে

সরকারের তরফে জানানো হয়েছে, ১ লা মার্চ থেকে স্পেকট্রাম নিলাম শুরু হবে। প্রায় ৩ লক্ষ ৯২ হাজার কোটি টাকার স্পেকট্রাম নিলামে তোলা হবে।এর আগে, স্পেকট্রাম নিলাম চার বছর আগে অনুষ্ঠিত হয়েছিল। টেলিকম কোম্পানিগুলোকে ৫ ফেব্রুয়ারির মধ্যে নিলামের জন্য আবেদন করতে হবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন