Smartphone: 10 হাজার টাকায় সেরা ফোন এই 5টি, আছে সেরা ক্যামেরা, লম্বা ব্যাটারি ব্যাকআপ ও আরও ফিচার

Best Smartphone Under 10000: বর্তমানে ভারতের বাজারে একই দাম বা বাজেটে অনেক স্মার্টফোন উপলব্ধ রয়েছে, যার ফলে নিজের জন্য সেরা কোনো মডেল বেছে নেওয়াটা সহজ কাজ নয় – বিশেষত এন্ট্রি-লেভেল রেঞ্জে। প্রতিটি ব্র্যান্ডই এদেশের সাধারণ মানুষের কথা মাথায় রেখে ১০,০০০ টাকা রেঞ্জে আকছার ফোন লঞ্চ করে থাকে, তাই এই ধরণের প্রচুর বিকল্প কেনাকাটার সময় সামনে হাজির হয়। সেক্ষেত্রে এই উৎসবের মরসুমে আপনি যদি ১০ হাজার টাকার কম দামে একটি স্মার্টফোন কিনতে চান, তাহলে আপনার জন্য আমাদের আজকের প্রতিবেদনে রয়েছে সেরা পাঁচটি মডেলের সন্ধান যেগুলিতে বড় ডিসপ্লে, উন্নত মানের ক্যামেরা, শক্তিশালী ব্যাটারি ইত্যাদি ফিচার পাওয়া যাবে। উল্লেখ্য, তালিকায় আছে Samsung থেকে শুরু করে Realme, Redmi-র মতো ব্র্যান্ডের নাম।

১০,০০০ টাকার কমে সেরা এই ৫টি ফোন, দেখুন তালিকা

১. Poco C55: এর দাম ৬,৯৯৯ টাকা।

স্মার্টফোনটিতে ৬.৭১ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ আছে।

২. Samsung Galaxy M13: এর দাম ৯,১৯৯ টাকা।

এই ফোনে ৬.৬ ইঞ্চি ফুল-এইচডি+ এলসিডি ডিসপ্লে, এক্সিনস ৮৫০ প্রসেসর, র‌্যাম বুস্ট ফিচার, ৬,০০০ এমএএইচ ব্যাটারির সাথে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ আছে।

৩. Samsung Galaxy F13: এর প্রারম্ভিক মূল্যও ৯,১৯৯ টাকা।

এতে পাবেন গরিলা গ্লাস ৫ প্রোটেকশনসহ ৬.৬ ইঞ্চি ফুলএইচডি+ ডিসপ্লে, এক্সিনস ৮৫০ প্রসেসর, ৬,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরার মতো ফিচার।

৪. Redmi 12: এর দাম ৯,৯৯৯ টাকা।

এটি কিনলে ৬.৭৯ ইঞ্চি ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরার মতো ফিচার হাতের মুঠোয় পাবেন।

৫. Realme C53: এই ফোনেরও দাম ৯,৯৯৯ টাকা।

এতে ৬.৭৪ ইঞ্চি এইচডি ডিসপ্লে, অক্টা-কোর টি৬১২ প্রসেসর, ৬ জিবি পর্যন্ত র‍্যাম, ১২৮ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা আছে।