ট্রাফিক আইন আরও কড়া করল পশ্চিমবঙ্গ সরকার, লাইসেন্স ছাড়া গাড়ি চালালে এবার জরিমানা 5000

পশ্চিমবঙ্গে লাইসেন্স ছাড়া গাড়ি চালালেই এবার পড়তে চলেছে দশগুণ ভারী জরিমানার কোপ। সম্প্রতি এমনটাই ঘোষণা করেছে রাজ্যে সরকার। আর শুধু ড্রাইভিং লাইসেন্সের অনুপস্থিতি নয়, পাশাপাশি ট্রাফিক আইন লঙ্ঘন করলেই মোটর ভেহিকেল অ্যাক্ট অনুযায়ী জরিমানার পরিমাণ আগের তুলনায় বেশ কয়েকগুন বৃদ্ধির করল রাজ্য প্রশাসন। এই মর্মে সম্প্রতি রাজ্য পরিবহণ দপ্তরের তরফে একটি নির্দেশিকা প্রকাশ করে জরিমানা বৃদ্ধির কথা জানানো হয়েছে। উল্লেখ্য, ২০১৯-এ কেন্দ্রীয় সরকার ট্রাফিক আইন ভঙ্গকারীদের জন্য জরিমানার পরিমাণ বৃদ্ধি করলেও পশ্চিমবঙ্গ সরকার এতদিন পর্যন্ত তা আগের নিয়মই জারি রেখেছিল।

গাড়ি চালানোর সময় বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকলে জরিমানার পরিমাণ ৫০০ টাকা থেকে এক লাফে ৫,০০০ টাকা করা হয়েছে। পাশাপাশি রাস্তায় বেপরোয়াভাবে গাড়ি চালালে হবে ৪,০০০ টাকার অর্থদণ্ড, পূর্বে যা ছিল ৪০০ টাকা। এতদিন কেবল মাত্র সাধারণ মানুষের আর্থিক কষ্টের দিকে মুখ চেয়ে জরিমানার পরিমাণ কম রাখা হয়েছিল। তবে এবার জরিমানা বৃদ্ধির পরিমাণ এক লাফে ১০ গুন বৃদ্ধি করার কারণ, যাতে পথ দুর্ঘটনার সংখ্যা কমানো যায়।

অন্যদিকে রাস্তায় চলাচলের বিধি ভঙ্গ করলেই গুনতে হবে ৫০০ – ১,০০০ টাকা। এছাড়া গাড়ির বীমা শেষ অথবা রাস্তায় অন্য গাড়ির সাথে টক্কর নিলেই খসাতে হবে যথাক্রমে ২,০০০ টাকা ও ৫,০০০ টাকা। আবার যদি কোনো গাড়ির রাস্তায় চলার অনুমতি পত্র না থাকে সে ক্ষেত্রে জরিমানা করা হবে ১০,০০০ টাকা এবং গাড়ির নিবন্ধীকরণ না হয়ে থাকলে চোকাতে হবে কড়কড়ে ৫,০০০ টাকা।

এ তো গেল গাড়ির কথা, টু-হুইলার চালকদের জন্যও রয়েছে দুঃসংবাদ। যদি হেলমেট ছাড়া স্কুটার বা মোটরসাইকেল চালালেই ১,০০০ টাকা জরিমানা দিতে হবে। আবার কোনো নিস্তব্ধ জায়গায় হর্ন বাজানোর জন্য ২,০০০-৪,০০০ টাকা জরিমানা ধার্য করা হবে। সব মিলিয়ে ট্রাফিক আইন ভঙ্গের মোট ২৬টি আলাদা ক্ষেত্রকে জরিমানা বৃদ্ধির আওতায় এনেছে রাজ্য পরিবহণ দপ্তর।

খুব শীঘ্রই নতুন জরিমানা বলবৎ হতে চলেছে। এই জরিমানা বৃদ্ধির ফলে একদিকে যেমন রাজ্যের রাজস্ব বাড়বে, আবার জনসাধারণ ট্রাফিক আইন মেনে চলবেন বলে মত প্রকাশ করেছেন এক পুলিশ আধিকারিক।