সস্তা হয়ে গেল Samsung-এর বড় স্ক্রিনের Galaxy ট্যাবলেট, বিনামূল্যে পাবেন দামি কভারও

স্মার্টফোনের অত্যধিক রমরমায় ট্যাবলেট নামক ডিভাইসটির চাহিদা তুলনামূলকভাবে কমেছে বটে, তবে এখনও প্রচুর মানুষ আছেন যারা স্মার্টফোন এবং কম্পিউটারের ফিচার একসাথে ব্যবহার করতে এটি কেনেন। বিশেষ করে যাদের বাজেট কম, কিন্তু বিভিন্ন কাজ বা বিনোদনের প্রয়োজনে দরকার একটি বড় স্ক্রিনের, তাদের জন্য ট্যাব একটি সেরা বিকল্প। আর ভালো ট্যাবলেট ডিভাইসের কথা বললেই এসে যায় Samsung-এর নাম – জনপ্রিয় দক্ষিণ কোরিয়ার এই কোম্পানিটির হ্যান্ডসেট যেমন বিশ্ববাজারে প্রথম সারিতে থাকে, তেমনই ট্যাবলেট সেগমেন্টেও তাদের রাজত্ব চলে বলে ভুল হবেনা। সেক্ষেত্রে আপনি যদি দীর্ঘদিন ধরে Samsung ব্র্যান্ডের একটি ট্যাব কেনার কথা ভেবে থাকেন, তাহলে এখন আপনার জন্য রয়েছে ইচ্ছেপূরণের সুবর্ণ সুযোগ! এখন Samsung Galaxy Tab A8 মডেলটি ডিসকাউন্টে ১৩,০০০ টাকারও কমে অর্থাৎ বাজেট ফোনের দামে কেনা যাচ্ছে। এই ট্যাবলেটে বড় স্ক্রিন, শক্তিশালী হার্ডওয়্যার এবং স্মুথ ডিজাইন মিলবে। বলতে গেলে পড়াশোনা, কাজ, মাল্টিমিডিয়া ফাইল অ্যাক্সেস বা কন্টেন্ট স্ট্রিমিংয়ের জন্য Galaxy Tab A8 আদর্শ।

১৩,০০০ টাকার কমে মিলছে ভালো ট্যাব, তাও আবার Samsung ব্র্যান্ডের

স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ৮ ওয়াই-ফাই অনলি (শুধুমাত্র WiFi কানেক্টিভিটি মিলবে) ডিভাইসের ৩ জিবি + ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের ভারতীয় বাজারে দাম এমনিতে ২১,৫৯৯ টাকা, তবে এখন এটি অত্যন্ত কম দামে কেনা যাবে। কিন্তু অ্যামাজন (Amazon) বা ফ্লিপকার্ট (Flipkart)-এ এতে ডিসকাউন্ট মিলবেনা, বরঞ্চ স্যামসাংয়ের অফিসিয়াল ওয়েবসাইটে কেনাকাটা করলেই পাবেন বিশেষ অফার। আসলে এখন সংস্থা নিজে গ্যালাক্সি ট্যাব এ৮ মডেলটি ১৪,৯৯৯ টাকায় বিক্রির জন্য তালিকাভুক্ত করেছে। এদিকে, আপনি যদি এইচডিএফসি (HDFC) ব্যাঙ্কের ডেবিট/ক্রেডিট কার্ড ব্যবহার করে এই ট্যাব কেনেন, তাহলে ২,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন। আবার স্যামসাং শপ (Samsung Shop) অ্যাপ থেকে ট্যাবটি কিনলে পাওয়া যাবে অতিরিক্ত ২,০০০ টাকার ছাড়। এছাড়া এক্সচেঞ্জ স্কিম তো আছেই, যার সাহায্যে পুরোনো ডিভাইস বিনিময় করে আরও সাশ্রয় করা যাবে।

প্রসঙ্গত উল্লেখ্য, শুধু ডিসকাউন্ট-অফার নয়, এর পাশাপাশি গ্যালাক্সি ট্যাব এ৮-এর ক্রেতাদের ৯৯৯ টাকা মূল্যের বুক কভার একেবারে বিনামূল্যে দেবে স্যামসাং।

Samsung Galaxy Tab A8 স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ৮ ডিভাইসে ১০.৫ ইঞ্চি টিএফটি এলসিডি ডিসপ্লে, যার রেজোলিউশন ১২০০×১৯২০ পিক্সেল। পারফরম্যান্সের জন্য এতে ইউনিসক টাইগার টি৬১৮ প্রসেসর দেওয়া হয়েছে। আবার এই ট্যাবলেটটিতে মিলবে ৭,০৪০ এমএএইচের বড় ব্যাটারি। এটি ডলবি অ্যাটমোস সাপোর্টসহ কোয়াড স্পিকার বহন করবে, ইউজাররা পাবেন ৩.৫ মিমি অডিও জ্যাকও। এক্ষেত্রে ফটোগ্রাফির জন্য এই গ্যালাক্সি ট্যাবে ৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে।