Moto G 5G (2022) দুটি কালারে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ আসছে, সামনে এল নতুন রেন্ডার

Motorola অতিসম্প্রতি একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে, যার নাম Moto G52। তবে কোম্পানিটি শীঘ্রই G সিরিজের আরও একটি নতুন স্মার্টফোন বাজারে আনতে চাইছে বলে মনে হচ্ছে, যার নাম Moto G 5G (2022)। আসলে সম্প্রতি এই ফোনের নতুন একটি রেন্ডার সামনে এসেছে, যেখান থেকে এর কালার ভ্যারিয়েন্ট ও ডিজাইন সম্পর্কে জানা গেছে। নতুন এই ফোনে থাকবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও ৬.৬ ইঞ্চি ডিসপ্লে।

Moto G 5G (2022) এর নতুন রেন্ডার ফাঁস

গত মার্চ মাসে মোটো জি ৫জি (২০২২) ফোনের প্রথম সিএডি রেন্ডার সামনে এসেছিল। এখন টিপস্টার, সুধাংশু ফোনটির নতুন রেন্ডার প্রকাশ করেছেন। এখান থেকে জানা গেছে ফোনটি গ্রে ও মিন্ট কালারে আসবে।

এছাড়া সামনে এসেছে যে, মোটো জি ৫জি (২০২২) ফোনের সামনে সরু বেজেল দেখা যাবে। যদিও ডিসপ্লের নীচে বেজেলের পরিমাণ কিছুটা পুরু। আবার পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ দৃশ্যমান। এই সেটআপের মধ্যে সেন্সরগুলি উলম্বভাবে সজ্জিত থাকবে। আর ফোনের পাওয়ার বাটনে এম্বেড করা হবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

Moto G 5G (2022) ফোনের পিছনে টেক্সচার ফিনিশ দেখা গেছে। আর প্রায় মাঝবরাবর সংস্থার ‘M’ ব্রান্ডিং লক্ষণীয়। এই ফোনটি ৬.৬ ইঞ্চি ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৫০ প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা সহ আসতে পারে।