ফের মুড়ি মুড়কির মতো বিক্রি হবে Redmi 13C 5G, আসছে নতুন কালার অপশন

গত বছরের শেষের দিকে ভারতে লঞ্চ হয় Redmi 13C 5G। সাশ্রয়ী মূল্যে একাধিক উল্লেখযোগ্য ফিচার অফার করায় স্মার্টফোনটি কেনার জন্য রীতিমতো হুড়োহুড়ি লাগিয়ে দিয়েছিলো ক্রেতারা। ফিচারের পাশাপাশি ডিভাইসটির স্টাইলিশ ডিজাইন ও আকর্ষণীয় কালার বিকল্পগুলি এমন জনপ্রিয়তার অন্যতম কারণ। এতদিন এই ফোন মোট তিনটি কালারে পাওয়া যাচ্ছিলো। কিন্তু এখন টিপস্টার সুধাংশু আম্ভোর (Sudhanshu Ambhore) দাবি করেছেন যে, Redmi তাদের এই বাজেট হ্যান্ডসেটের খুব শীঘ্রই একটি নয়া কালার বিকল্পের ঘোষণা করতে চলেছে। টিপস্টারের শেয়ার করা রেন্ডার ইমেজে, Redmi 13C 5G ফোনকে কালচে ব্লু কালার অপশনে দেখা গেছে। মনে করা হচ্ছে, নতুন কালার বিকল্পটি আগামী কয়েক দিনের মধ্যে এদেশে কেনার জন্য উপলব্ধ হয়ে যাবে।

শীঘ্রই নতুন ব্লু কালার শেডের সাথে ভারতে লঞ্চ হচ্ছে Redmi 13C 5G

ভারতে রেডমি 13সি 5জি স্মার্টফোন 2023 সালের 6ই ডিসেম্বর আত্মপ্রকাশ করেছিল। তখন ডিভাইসটি মোট তিনটি কালার অপশনের সাথে উপলব্ধ ছিল, যথা – স্টারলাইট ব্ল্যাক, স্টারট্রাইল গ্রিন এবং স্টারটেল সিলভার। ফলে টিপস্টারের দাবি সত্যি বলে মেনে নিলে, এই ব্লু কালারটি উক্ত হ্যান্ডসেটের চতুর্থ ভ্যারিয়েন্ট হিসাবে আসবে।

জানিয়ে রাখি, এদেশে রেডমি 13সি 5জি স্মার্টফোনের দাম শুরু হচ্ছে 10,499 টাকা থেকে। এই দাম এর 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। আবার উচ্চতর 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 10,499 টাকা ও 13,999 টাকা থাকছে। আসন্ন ব্লু কালার বিকল্পের দাম এই কনফিগারেশনগুলির অনুরূপ থাকবে বলেই আশা করা হচ্ছে।

Redmi 13C 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন

Redmi 13C 5G স্মার্টফোনের আসন্ন কালার ভ্যারিয়েন্টের যাবতীয় ফিচার মূল মডেলের মতোই হবে। এতে 6.74-ইঞ্চির এইচডি প্লাস (1600×720 পিক্সেল) LCD ডিউ-ড্রপ নচ ডিসপ্লে প্যানেল দেওয়া হয়েছে। এই ডিসপ্লে কর্নিং গরিলা গ্লাস দ্বারা সুরক্ষিত এবং 90 হার্টজ রিফ্রেশ রেট, সর্বোচ্চ 600 নিট ব্রাইটনেস ও ডিসি ডিমিং প্রযুক্তি সাপোর্ট করে। ভালো পারফরম্যান্স প্রদানের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 6100 প্লাস প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক এমআইইউআই 14 কাস্টম স্কিন দ্বারা চালিত। আবার স্টোরেজ হিসাবে 8 জিবি পর্যন্ত LPDDR4x র‍্যাম এবং সর্বোচ্চ 256 জিবি মেমরি পাওয়া যাবে।

ক্যামেরা বিভাগের কথা বললে, Redmi 13C 5G ফোনে 50 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ এবং 5 মেগাপিক্সেলের সেলফি স্ন্যাপার বর্তমান। কানেক্টিভিটির জন্য এই হ্যান্ডসেটে – ডুয়াল সিম স্লট, 5জি, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ 5.3, জিএনএসএস, ইউএসবি টাইপ-সি পোর্ট, মাইক্রোএসডি কার্ড স্লট এবং একটি 3.5 মিমি হেডফোন জ্যাক সামিল থাকছে৷ তদুপরি সিকিউরিটি ফিচার হিসাবে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে। Redmi 13C 5G স্মার্টফোনে 18 ওয়াট চার্জিং সমর্থিত 5,000 এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে। এর পরিমাপ 168x78x8.1 মিমি এবং ওজন 192 গ্রাম।