ফিচারে চমক থাকলেও দাম বাড়ছে না, Samsung Galaxy Z Fold 4 ও Galaxy Z Flip 4 আসছে পূর্বসূরীদের মতো মূল্যে

Samsung তাদের পরবর্তী প্রজন্মের ফোল্ডেবল স্মার্টফোনের শিপিং ১৫ মিলিয়ন ইউনিট ধার্য করেছে বলে কিছুদিন আগের একটি রিপোর্টে দাবি করা হয়েছিল। এই খবরটি প্রকাশ্যে আসার পরক্ষনেই আসন্ন Samsung Galaxy Z Fold 4 এবং Galaxy Z Flip 4 স্মার্টফোনের সম্ভাব্য দামের বিশদ ফাঁস করলেন এক জনপ্রিয় টিপস্টার। তিনি জানিয়েছেন, আলোচ্য মডেল দুটিকে পূর্বসূরি Samsung Galaxy Z Fold 3 এবং Galaxy Z Flip 3 ফোনের অনুরূপ প্রাইজ ট্যাগের সাথে বাজারে আসবে। একই সাথে, নতুন ফোনগুলি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ চিপসেটের সাথে আগামী মাসে আত্মপ্রকাশ করতে পারে বলেও দাবি করা হয়েছে।

আসন্ন Samsung Galaxy Z Fold 4 ও Galaxy Z Flip 4 স্মার্টফোনের সম্ভাব্য দাম প্রকাশ্যে এল

টিপস্টার যোগেশ ব্রার (Yogesh Brar) সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট টুইটারে জানিয়েছেন যে, ফিচারগত বিবিধ আপগ্রেড সত্ত্বেও, স্যামসাং তাদের গ্যালাক্সি জেড ফোল্ড ৪ এবং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ স্মার্টফোন দুটির দাম বাড়ানোর কথা বিবেচনা করছে না। বরং টিপস্টারের দাবি অনুসারে, গত বছর তৃতীয় কোয়ার্টারে আগত স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৩ এবং গ্যালাক্সি জেড ফ্লিপ ৩ মডেলের অনুরূপ বিক্রয় মূল্যের সাথে আসন্ন ফোল্ডেবল স্মার্টফোন লাইনআপকে লঞ্চ করার পরিকল্পনা করছে দক্ষিণ কোরিয়া ভিত্তিক টেক সংস্থাটি। এক্ষেত্রে জানিয়ে রাখি, পূর্বসূরি দুটিকে যথাক্রমে ১,৪৯,৯৯৯ টাকা এবং ৮৪,৯৯৯ টাকা প্রারম্ভিক মূল্যের সাথে নিয়ে আসা হয়েছিল।

যোগেশ ব্রার আরো জানিয়েছেন যে, Samsung Galaxy Z Fold 4 এবং Galaxy Z Flip 4 স্মার্টফোনকে সম্ভবত আগস্ট মাসের প্রথমার্ধে লঞ্চ করা হবে। পূর্বে প্রকাশিত আরেকটি রিপোর্টেও এই একই দাবি করা হয়েছিল। যেখানে বলা হয়, Galaxy Watch 5 স্মার্টওয়াচের পাশাপাশি ফোল্ডেবল ফোনগুলির উপর থেকেও আগামী ১০ই আগস্ট পর্দা ওঠানো হবে এবং ২৬শে আগস্ট থেকে ডিভাইসগুলির বিক্রয়কার্য লাইভ করা হবে।

প্রসঙ্গত, আপকামিং স্যামসাং গালাক্সি জেড ফোল্ড ৪ এবং স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ ফোল্ডেবল স্মার্টফোন ১৫ মিলিয়ন ইউনিট রপ্তানি করা হবে বলে জল্পনা করা হচ্ছে। আবার বেশ কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, চলতি বছরে আগত ফোল্ডেবল স্মার্টফোন দুটিতে স্যামসাং তাদের নিজস্ব যন্ত্রাংশ কম ব্যবহার করেছে এবং বিপরীতে অধিক সংখ্যক ‘মেড ইন চীন’ যন্ত্রাংশ দেখা যাবে। এছাড়াও, উভয় ভাঁজযোগ্য ফোনকেই অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসরের সাথে সজ্জিত করে নিয়ে আসা হবে। আর, ফ্লিপ মডেলে ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ এবং ফোল্ড ভার্সনে ১৬ জিবি পর্যন্ত র‌্যাম + ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ থাকবে বলে জানা গেছে।