Royal Enfield Himalayan: ভারতের অন্যতম জনপ্রিয় অ্যাডভেঞ্চার বাইক এবার জাপানে লঞ্চ হল

Royal Enfield তাদের অন্যতম জনপ্রিয় অ্যাডভেঞ্চার মোটরসাইকেল Himalayan লঞ্চ করল জাপানের বাজারে। ইউরো ৫ নির্গমন বিধি মেনে এতে দেওয়া হয়েছে ট্রিপার নেভিগেশন পড ও সুইচেবল এবিএস। এছাড়াও তিনটি রঙের বিকল্পে বেছে নেওয়া যাবে মোটরসাইকেলটি। উল্লেখ্য এ বছর জানুয়ারিতে জাপানের টোকিওতে সংস্থার একটি ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন করা হয়েছে। এর ফলে অভিজাত মোটরবাইক তৈরীর সংস্থাটি যে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে ব্যবসা সম্প্রসারণের জন্য প্রধান লক্ষ্য বানাতে চাইছে তা স্পষ্ট। আসুন Royal Enfield Himalayan এর ফিচার্স, ইঞ্জিন ও চ্যাসিসের খুঁটিনাটি প্রসঙ্গে জেনে নেওয়া যাক।

রয়্যাল এনফিল্ড হিমালয়ান ফিচার্স
(Royal Enfield Himalayan Features)

রয়্যাল এনফিল্ড হিমালয়ান মোটরবাইকের নতুন মডেলটি ভারতের বাজারে চলতি বছরের প্রথমার্ধে লঞ্চ করা হয়েছিল।নতুন মডেলে টুকটাক কয়েকটি ফিচার ও কালার স্কিম দিয়ে আপডেট করা হয়েছিল৷ জাপানে বাইকটি তিনটি রঙে পাওয়া যাবে – পাইন গ্রীন, মিরেজ সিলভার এবং গ্রানাইট ব্ল্যাক। গুগল ম্যাপ প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি এর ট্রিপার নেভিগেশন পডটি রিয়েল-টাইম নেভিগেশন অফার করবে।

এছাড়া সামান্য কসমেটিক পরিবর্তন বলতে এর উইন্ডশিল্ডটি একটু লম্বা, ট্যাঙ্ক গার্ডের নতুন ডিজাইন, আরামদায়ক সফরের জন্য নরম সিট এবং লাগেজ ক্যারিয়ারে একটি অতিরিক্ত প্লেট দেওয়া হয়েছে।

রয়্যাল এনফিল্ড হিমালয়ান ইঞ্জিন
Royal Enfield Himalayan Engine

ভারতের  মতো জাপানে রয়্যাল এনফিল্ড হিমালায়ান একই ইঞ্জিনের এসেছে। যেমন এর ৪১১ সিসি সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড, সিঙ্গেল ওভারহেড ক্যাম (SOHC) ইঞ্জিনটি থেকে ৬,৫০০ আরপিএমে ২৪.৩ বিএইচপি শক্তি এবং ৪,০০০-৪,৫০০ আরপিএমে ৩২ এনএম পিক টর্ক পাওয়া যাবে। এতে রয়েছে ৫টি গিয়ার।

রয়্যাল এনফিল্ড হিমালয়ান চ্যাসিস
(Royal Enfield Himalayan Chasis)

রয়্যাল এনফিল্ড হিমালয়ানেরর সামনে ৪১ মিমি ফোর্ক এবং পেছনে ১৮০ মিমি ট্রাভেল সহ মোনোশক সাসপেনশন রয়েছে। এতেও হাফ-ডুপ্লেক্স ক্র্যাডেল ফ্রেম আছে। এর থেকে ২২০ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাওয়া যায়। পেছনের হুইলে সুইচেবল এবিএস সহ ডুয়েল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (ABS) দেওয়া হয়েছে।