Asus ১৫ জুলাই আনতে পারে ট্যাবলেট ও ক্রোমবুক

ভারতে এই সপ্তাহে একটি ভার্চুয়াল ইভেন্ট হোস্ট করবে বলে আসুস (Asus) ঘোষণা করেছে। আসুসের ফ্ল্যাগশিপ স্মার্টফোন নিয়ে জল্পনার মাঝে এই খবরটা সত্যিই নড়েচড়ে বসার মতো। তবে জানিয়ে রাখি, আসুস ৮জেড (Asus 8Z) ফ্ল্যাগশিপ স্মার্টফোন সে দিন লঞ্চ হবে কি না, তা জোর দিয়ে বলা যাচ্ছে না। তবে ইভেন্টের টিজার পোস্টার দেখে বলা যায়, মূলত পড়ুয়াদের লক্ষ্য করে নতুন ডিভাইস লঞ্চ করার জন্য আসুস ভার্চুয়াল ইভেন্টের আয়োজন করছে।

টিজার পোস্টার অনুযায়ী, ভার্চুয়াল ইভেন্টে লঞ্চ হতে চলা আসুসের ডিভাইসে গুগল ক্লাসরুম, জুম, ইনশর্টস, হোয়াটসঅ্যাপ-সহ বিভিন্ন অ্যাপ্লিকেশন প্রি-ইনস্টল করা থাকবে। ফলে এটি অ্যান্ড্রয়েড ট্যাবলেট বা ক্রোমবুক হবে বলে অনুমান করা যায়।

আসুসের লঞ্চ ইভেন্টটি ১৫ জুলাই দুপুর ১২টা থেকে শুরু হবে। আসুস এও জানিয়েছে, সেখানে লঞ্চ করা নতুন ডিভাইসগুলি ফ্লিপকার্ট এক্সক্লুসিভ হবে।

আসুস কী প্রোডাক্ট লঞ্চ করবে তার আভাস এখনও পাওয়া যায়নি। তবে ওই দিন আসুস ক্রোমবুক ডিট্যাচেবল সিএম৩ (Asus Chromebook Detachable CM3) লঞ্চ হতে পারে। ক্রোম ওএস-এ চলা এই ট্যাবলেট জুলাইয়ের প্রথম সপ্তাহে আসুস ঘোষণা করেছিল।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন