WhatsApp আনছে ‘ফ্ল্যাশ কল’ ফিচার, কি সুবিধা হবে জেনে নিন

হোয়াটসঅ্যাপ (WhatsApp)-এর চ্যাট বা ইউজার ডেটার সুরক্ষা নিয়ে যতই প্রশ্ন-বিতর্ক থাক না কেন, সাধারণভাবে এটির লগ-ইন প্রসেস বা সিকিউরিটি অথেন্টিকেশন প্রসেস উলঙ্ঘন করা যে ততটাও সহজ নয় – তা একটু খেয়াল করলেই চোখে পড়ে। সাধারণত প্রথমবার এটিতে অ্যাকাউন্ট খোলার জন্য কিংবা রি-ইনস্টল করার সময় মোবাইল নম্বর রেজিস্টার করে ওটিপি বা এসএমএসের মাধ্যমে ভেরিফিকেশন করতে হয়; থাকে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন সিস্টেমের মাধ্যমে বিশেষ পাসওয়ার্ড ব্যবহার করার সুবিধাও। তবে এবার জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি নিজের লগ-ইন প্রসেসে কিছু পরিবর্তন আনতে চলেছে বলে মনে হচ্ছে। রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপ, ‘ফ্ল্যাশ কল’ নামক একটি বিশেষ ফিচারের ওপর কাজ করছে যা ইউজারকে এসএমএসের সাথে সাথেই ফোন কলের মাধ্যমে ভেরিফিকেশন সারতে সাহায্য করবে।

WABetaInfo-র মতে এই নতুন ফিচারটি সম্পূর্ণ অপশনাল অর্থাৎ ঐচ্ছিক হবে। অর্থাৎ ভেরিফিকেশনের সময় মাধ্যম হিসেবে কলিংয়ের অপশন থাকলেও, ইউজাররা আগের মতই এসএমএসের সাহায্যে ফোন নম্বর যাচাই করতে পারবেন। সেক্ষেত্রে ইউজাররা ‘নট নাউ’ বা ‘কন্টিনিউ’ বিকল্পের মাধ্যমে নিজেদের সুবিধা মত মাধ্যমটি বেছে নিতে পারবেন এবং ভেরিফিকেশন সম্পন্ন করতে পারবেন।

যেমনটা শুরুতেই বলেছি, WhatsApp এই মুহূর্তে এই কল ভেরিফিকেশনের ফিচারটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে, তাই ঠিক কবে এটি রোলআউট হবে সে বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য মেলেনি। তবে আশা করা যায় খুব তাড়াতাড়ি এটি উপলব্ধ হবে এবং অন্যান্য ফিচারের মতই বিটা ইউজাররা এটি সবার আগে অ্যাক্সেস করতে পারবেন।

এখন প্রশ্ন উঠতে পারে যে কোনো নতুন ডিভাইস বা অন্য কোনওটিতে স্যুইচ করার সময় এমনিতেও তো ফোন কলের মাধ্যমে ভেরিফিকেশন কোড পাওয়া যায়, তাহলে কী নতুনত্ব আসছে? সেক্ষেত্রে বলি, WhatsApp-এ ফোন নম্বর যাচাইয়ের সময় এসএমএস অপশনটি কার্যকরী না হলে তবেই কল ভেরিফিকেশন অপশন ব্যবহার করা যায়। কিন্তু নতুন ফিচারটি আসার পর লগ-ইন প্রক্রিয়ার প্রথম থেকেই দুটি ভেরিফিকেশন অপশন পাওয়া যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন