পারফরম্যান্স-ফিচার্স দুর্ধর্ষ, বাজারে ঝড় তুলতে লঞ্চ হল Asus ROG Phone 8 গেমিং স্মার্টফোন

আসুস (Asus) অবশেষে তাদের বহু প্রতীক্ষিত ROG Phone 8 সিরিজের গেমিং ফোনগুলি বাজারে লঞ্চ করলো। আগের প্রজন্মের মডেলগুলির মতোই Asus ROG Phone 8 এবং ROG Phone 8 Pro মডেল দুটি ফ্ল্যাগশিপ চিপসেটের সাথে তাদের উচ্চ পারফরম্যান্স বজায় রাখলেও, এগুলি পূর্বসূরি দেখা হার্ডকোর গেমিং ডিজাইন থেকে সরে এসেছে৷ এছাড়া, ROG Phone 8 সিরিজে এখনও পর্যন্ত ROG সিরিজের ফোনে ইন্টিগ্রেট করা সবচেয়ে উন্নত ক্যামেরা সিস্টেম রয়েছে। একটি হার্ড-কোর গেমিং ফোনের পরিবর্তে, নতুন স্মার্টফোনগুলি দৈনন্দিন ব্যবহার্য ডিভাইসের মতোই লুক অফার করে। আসুন তাহলে ROG Phone 8 এবং ROG Phone 8 Pro-এর ডিজাইন, স্পেসিফিকেশন ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Asus ROG Phone 8 সিরিজের ডিজাইন

আগে প্রকাশিত আরওজি ফোনগুলিতে মোটা বেজেল দেখা যায়, তবে নতুন আসুস আরওজি ফোন ৮ সিরিজটির সামনে কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাটআউট এবং স্লিম বেজেল সহ একটি ফ্ল্যাট ডিসপ্লে রয়েছে। অন্যদিকে, স্ট্যান্ডার্ড আরওজি ফোন ৮ ফোনটির পিছনে একটি কাস্টমাইজেবল অরা আরজিবি (Aura RGB) লাইটিং লোগো রয়েছে, আর প্রো ভ্যারিয়েন্টে ৩৪১টি এলইডি-এর সাথে সজ্জিত একটি কাস্টমাইজযোগ্য অ্যানিমে ভিশন (AniMe Vision) মিনি-এলইডি লাইট রয়েছে। উভয় ডিভাইসই কল ও ধুলো প্রতিরোধের জন্য আইপি৬৮ (IP68) রেটিং প্রাপ্ত চ্যাসিস সহ এসেছে। আসুস আরওজি ফোন ৮ সিরিজের দুটি ফোনেরই পরিমাপ ১৬৩.৮ x ৭৬.৮ x ৮.৯ মিলিমিটার এবং ওজন ২২৫ গ্রাম, যা এগুলিকে পূর্বসূরি আসুস আরওজি ফোন ৭ সিরিজের তুলনায় স্লিম এবং হালকা করে তুলেছে।

Asus ROG Phone 8 সিরিজের স্পেসিফিকেশন

আসুস আরওজি ফোন ৮ এবং ৮ প্রো-তে ৬.৭৮ ইঞ্চির স্যামসাং অ্যামোলেড এলটিপিও (Samsung AMOLED LTPO) ডিসপ্লে রয়েছে, যা ১,০৮০ x ২,৪০০ পিক্সেলের ফুলএইচডি+ রেজোলিউশন, ১৬৫ হার্টজ হাই রিফ্রেশ রেট, ২,৫০০ নিট পর্যন্ত পিক ব্রাইটনেস, গ্লোভ টাচ সাপোর্ট এবং একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অফার করে।

পারফরম্যান্সের ক্ষেত্রে, Asus ROG Phone 8 এবং ROG Phone 8 Pro-এ রয়েছে ফ্ল্যাগশিপ Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর। স্ট্যান্ডার্ড মডেলটিতে ১২ জিবি/১৬ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ২৫৬ জিবি ইউএফএস ৪.০ স্টোরেজ রয়েছে। অন্যদিকে, Pro ভ্যারিয়েন্টটি ১৬ জিবি/২৬ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ৫১২ জিবি/১ টিবি ইউএফএস ৪.০ অফার করবে। পাওয়ার ব্যাকআপের জন্য, উভয় ডিভাইসেই ৫,৫০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং, কুইক চার্জ ৫.০ এবং পিডি চার্জিং সাপোর্ট করে। এছাড়া, দুটি হ্যান্ডসেটই ১৫ ওয়াট কিউ (Qi) ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

Asus ROG Phone 8 এবং ROG Phone 8 Pro ফোনগুলি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক আরওজি ইউআই (ROG UI) কাস্টম স্কিনে রান করে। উভয় ফোনেই হিট ডিসিপেশনের জন্য একটি পরিবাহী কুলিং সিস্টেম রয়েছে। ROG Phone 8 সিরিজের নতুন অ্যারোঅ্যাকটিভ কুলার এক্স (AeroActive Cooler X) অ্যাক্সেসরি এখন আগের তুলনায় ২৯ শতাংশ ছোট এবং ১০ শতাংশ হালকা এবং একটি বড় কনট্যাক্ট এরিয়া অফার করে৷

উন্নততর গেমিং অভিজ্ঞতার জন্য, Asus ROG Phone 8 “AI Grabber” বৈশিষ্ট্যের সাথে এসেছে, যা ইন-গেম টেক্সটকে রিকগনিশন এবং কপি করে গেমিং ওয়াকথ্রু সার্চের প্রক্রিয়াটিকে স্ট্রিমলাইন করার জন্য ডিজাইন করা হয়েছে। একটি প্রাসঙ্গিক ওয়াকথ্রু খুঁজে পাওয়া সহজ করার জন্য, আসুস গেনশিন ইমপ্যাক্টের (Genshin Impact)-এর মতো একটি গেম থেকে একটি মিশন অবজেকটিভ কপি করে দেখিয়েছে। এছাড়াও, আসুস ফোন লঞ্চার, গ্যালারি এবং সেটিংস অ্যাপের মাধ্যমে উন্নত ফলাফলের মতো কিছু এআই (AI)-চালিত ফিচার অফার করে। “এআই ওয়ালপেপার” নামে একটি আসন্ন বৈশিষ্ট্যও ডেভেলপ করেছে সংস্থা, যা স্টেবল ডিফিউশিন ব্যবহার করে পার্সোনালাইজড ওয়ালপেপার তৈরি করবে।

ফটোগ্রাফির জন্য, Asus ROG Phone 8 এবং ROG Phone 8 Pro-এর পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের Sony IMX890 প্রাইমারি ক্যামেরা, ১২০ ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ (FOV) সহ একটি ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৩x অপটিক্যাল জুম এবং ওআইএস সাপোর্ট সহ একটি ৩২ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা সহ ট্রিপল রিয়ার সেটআপ উপস্থিত রয়েছে। আর সেলফি তোলার জন্য উভয় ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের আরজিবিডাব্লিউ (RGBW) ক্যামেরা বিদ্যমান।

অডিওর জন্য, Asus ROG Phone 8 সিরিজে একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক এবং একটি ৫-ম্যাগনেট স্পিকার সিস্টেম রয়েছে৷ এছাড়া, দুটি ফোনেই গেমিংয়ের জন্য এয়ার ট্রিগার বাটন, ওয়াইফাই ৭, ব্লুটুথ ৫.৩, ডুয়েল-ফ্রিকোয়েন্সি জিপিএস, নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC) এবং একটি ইউএসবি-সি পোর্ট অন্তর্ভুক্ত রয়েছে।

Asus ROG Phone 8 সিরিজের মূল্য এবং লভ্যতা

Asus ROG Phone 8-এর বেস ১৬ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,০৯৯ ডলার (প্রায় ৯১,৩৪০ টাকা)। ফোনটির ১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ মডেলটির মূল্য ১,১৯৯ ডলার (প্রায় ৯৯,৬৫০ টাকা)। আর ২৪ জিবি র‍্যাম + ১ টিবি স্টোরেজ সহ Asus ROG Phone 8 Pro-এর দাম ১,৪৯৯ ডলার (প্রায় ১,২৪,৬০০ টাকা)৷ স্ট্যান্ডার্ড Asus ROG Phone 8 রেবেল গ্রে এবং ফ্যান্টম ব্ল্যাক কালার অপশনে পাওয়া যাবে। অন্যদিকে, প্রো ভ্যারিয়েন্টটি শুধুমাত্র ফ্যান্টম ব্ল্যাক শেডে মিলবে। Asus ROG Phone 8 ২০২৪ সালের বসন্তকালে কেনার জন্য উপলব্ধ হবে। তবে এই লাইনআপটি ভারতের বাজারে কবে প্রবেশ করবে, সেসম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানায়নি সংস্থা।