Yamaha: বৈদ্যুতিক স্কুটার লঞ্চের আগে পরীক্ষায় খামতি রাখছে না ইয়ামাহা, এশিয়া থেকে ইউরোপ, সর্বত্র টেস্টিং চালু

ইদানিং ভারতে যে হারে বৈদ্যুতিক স্কুটারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তাতে নড়েচড়ে বসেছে নির্মাতা সংস্থাগুলি। বারংবার সেগুলির পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে দেখে নেওয়াই যথাযথ বলে মনে করছে তারা। যেমন Yamaha E01 বৈদ্যুতিক স্কুটার ফের একবার টেস্টিং স্টেজে পাঠানো হয়েছে বলে জানা গেল। ইতিমধ্যেই একাধিক আন্তর্জাতিক ইভেন্টে প্রদর্শিত হয়েছে মডেলটি। দীর্ঘদিন ধরেই বৈদ্যুতিক স্কুটারটির বাজারে লঞ্চ হওয়া নিয়ে জল্পানা চলছে। কিন্তু তার আগে বিভিন্ন দেশের জলবায়ুর সাথে খাপ খাইয়ে নিতে E01-এর সক্ষমতা যাচাই করে দেখতে চায় ইয়ামাহা।

ইয়ামাহা জানিয়েছে, মালয়েশিয়া সহ থাইল্যান্ড, তাইওয়ান এবং ইন্দোনেশিয়ার বাজারে টেস্ট করে দেখা হবে স্কুটারটি। এমনকি ইউরোপ ও জাপানের আবহাওয়ায় E01-এর পারফরম্যান্স দেখা হবে বলে জানিয়েছে সংস্থাটি। ইউরোপের হাইওয়ের ন্যায় সড়কে এবং মালয়েশিয়ার তপ্ত গরমে চলবে টেস্টিং। পরীক্ষা চলাকালীন রেঞ্জ, চার্জিংয়ের পদ্ধতি এবং সময়ের দিকে খেয়াল রাখা হবে।

E01-এ দেওয়া হয়েছে একটি ৪.৯ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি। এর মোটর ৫,০০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ৮.১ কিলোওয়াট শক্তি এবং ১,৯৫০ আরপিএম গতিতে ৩০.২ এনএম টর্ক উৎপন্ন করবে। শহরের রাস্তায় চলাফেরার জন্য উপযুক্ত করে তৈরি হয়েছে এটি। ১০০ কিমি রেঞ্জ সহ সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১০০ কিমি। রিভার্স মোড সমেত তিনটি পাওয়ার মোড অফার করা হয়েছে Yamaha E01-এ।

বিভিন্ন ধরনের চার্জিং বিকল্পে উপলব্ধ রয়েছে ই-স্কুটারটিতে। সাধারণ চার্জার দিয়ে বাড়িতে চার্জ করা যাবে। আবার ফাস্ট চার্জিং দিয়ে এক ঘন্টার মধ্যে ব্যাটারি ৮০% চার্জ। প্রসঙ্গত, Neo’s ও E01 সহ ইলেকট্রিক স্কুটার ইতিমধ্যেই এ দেশে প্রদর্শন করেছে ইয়ামাহার ভারতীয় শাখা। ভারতের বাজারে সংস্থাটি যে আগামীতে বেশ কয়েকটি বৈদ্যুতিক মডেল হাজির করবে, এটি তারই আভাস।