মোটরবাইক সওয়ারিদের জন্য নতুন নির্দেশিকা কেন্দ্রের, না মানলে শাস্তির মুখে পড়বেন

সড়ক দুর্ঘটনা কমাতে তৎপর হল কেন্দ্রীয় সরকার। সেন্ট্রাল মোটর ভেহিকেলসের নিয়মবিধি (১৯৮৯) সংশোধন করে সম্প্রতি একটি নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় পরিবহণ ও সড়ক মন্ত্রক। নতুন সেই নির্দেশিকায় বলা হয়েছে, বাইকের চালকের পিছনের সিটে বসা যাত্রীকে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। এক নজরে দেখে নিন সেই নিয়মগুলি-

১. সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, বাইকের পিছনের সিটে দুই পাশে হ্যান্ডহোল্ড (হাতল) থাকতে হবে। বাইকের দু’পাশে পাদানি রাখা বাধ্যতামূলক। পিছনের চাকার অর্ন্তত অর্ধেক অংশে কভার গার্ড লাগাতে হবে৷ যাতে বাইকের পিছনের সিটে বসা যাত্রীর কাপড় জড়িয়ে দূর্ঘটনার মতো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

২. বাইকে থাকা লাগেজ বক্সের চেহারাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে মন্ত্রকের পক্ষ থেকে৷ লাগেজ বক্সের আয়তনে কাটছাঁট করার কথা নির্দেশিকায় বলা হয়েছে। এবার থেকে বাইকে লাগেজ বক্স লাগালে, তার মাপ দৈর্ঘ্যে সর্বাধিক ৫৫০ মিমি, চওড়ায় ৫১০ মিমি, ও উচ্চতা ৫০০ মিমির বেশি হলে চলবে না।

বাইকে এর চেয়ে বড় কন্টেনার থাকলে চালক ছাড়া আর কোনো ব্যক্তি উঠতে পারবেন না। যদি নিয়ম ভেঙে কাউকে পেছনে তোলা হয়৷ তাহলে তা অপরাধ হিসেবে গণ্য করা হবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন