৮১ রকমের ইয়ার ফিট সহ আসছে Bose QuietComfort Earbuds II, শুরু হল প্রি-অর্ডার

চলতি মাসের শেষেই বাজারে আসতে চলেছে অডিও ডিভাইস প্রস্তুতকারক সংস্থা Bose-এর নতুন Bose QuietComfort Earbuds II ইয়ারফোন। এটি ২০২০ সালে লঞ্চ হওয়া কোয়াইট কমফোর্ট ইয়ারবাডের উত্তরসূরী। উন্নত মানের নয়েজ ক্যান্সলেশন টেকনোলজি যুক্ত ইয়ারফোনটি আপাতত প্রি -অর্ডারের জন্য উপলব্ধ। চলুন দেখে নেওয়া যাক আপকামিং Bose QuietComfort Earbuds II ইয়ারফোনের সম্ভাব্য ফিচার এবং স্পেসিফিকেশন।

Bose QuietComfort Earbuds II এর সম্ভাব্য ফিচার এবং স্পেসিফিকেশন

আসন্ন বোস কোয়াইট কমফোর্ট ইয়ারবাডস টু ইয়ারফোনটি আগের মডেলের তুলনায় আরো বেশি স্লিম ডিজাইন এবং এলিগ্যান্ট লুকের সাথে আসছে। আবার পূর্বসূরীর মত একবার চার্জে ইয়ারফোনটি ৬ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম হবে। সংস্থাটি দাবি করেছে, নতুন এই ইয়ারফোনটিতে থাকবে উন্নত মানের নয়েজ ক্যান্সলেশন টেকনোলজি, যা বাজার চলতি যেকোনো হেডফোনের তুলনায় যথেষ্ট ভালো।

শুধু তাই নয়, নতুন এই ইয়ারফোনটি ব্যবহারকারীর ইন ইয়ার জিওমেট্রি পরিমাপ করতে সক্ষম। তাই কানের মাপ অনুযায়ী ইয়ারফোনটি সাউন্ড প্রোফাইল এবং অ্যাক্টিভ ক্যান্সলেশন ফিচার নিয়ন্ত্রণ করবে। তাছাড়া এতে রয়েছে ৮১ টি ভিন্ন ইয়ার ফিট। যার মাধ্যমে উচ্চমানের এএনসি ফিচার যুক্ত শব্দ উৎপন্ন করা সম্ভব।

অন্যদিকে Bose QuietComfort Earbuds II ইয়ারফোনের প্রত্যেকটি ইয়ারবাডে রয়েছে কাস্টমাইজেবল ইকুলাইজার সেটিং, অন বাড টাচ কন্ট্রোল ইত্যাদি। তাছাড়া এর চার্জিং কেসটিকে ইউএসবি পোর্টের মাধ্যমে চার্জ দেওয়া যাবে। তদুপরি এর চার্জিং কেস ইয়ারবাডগুলিকে তিনবার রিচার্জ করতে পারবে। সর্বোপরি, জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য ইয়ারফোনটি IPX4 রেটিংসহ আসছে।