OnePlus Buds Pro 2 Lite: দুর্দান্ত সাউন্ড ও দীর্ঘ ব্যাটারি লাইফের সাথে ওয়ানপ্লাসের ইয়ারবাড লঞ্চ হল

OnePlus Buds Pro 2 Lite ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে ৭৪৯ ইউয়ান (প্রায় ৮,৮০০ টাকা)

চীনের বাজারে সম্প্রতি লঞ্চ হল OnePlus Buds Pro 2 Lite ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড। সংস্থার ট্রু ওয়্যারলেস স্টেরিও অডিও লাইনআপের নতুন এই ডিভাইসের সাথে একই দিনে আত্মপ্রকাশ করেছে OnePlus Ace 2V স্মার্টফোন। প্রসঙ্গত উল্লেখ্য, নতুন এই ইয়ারফোনটি গত ফেব্রুয়ারি মাসে ভারতে লঞ্চ হওয়া OnePlus Buds Pro 2 ইয়ারফোনের টোন্ট ডাউন ভার্সন। আর এই ইয়ারবাডে রয়েছে এর্গোনোমিক ডিজাইনের সাথে ডুয়াল ড্রাইভার। সঙ্গে থাকছে পার্সোনালাইজড নয়েজ ক্যান্সলেশন ফিচার। তাছাড়া ব্র্যান্ডটি দাবি করেছে একবার চার্জে নতুন এই ইয়ারফোনটি ৩৯ ঘণ্টা মিউজিক প্লে ব্যাক টাইম অফার করতে সক্ষম। চলুন জেনে নেওয়া যাক নতুন OnePlus Buds Pro 2 Lite ইয়ারবাডের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

OnePlus Buds Pro 2 Lite ইয়ারবাডের দাম ও লভ্যতা

ওয়ানপ্লাস বাডস প্রো ২ লাইট ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে ৭৪৯ ইউয়ান (প্রায় ৮,৮০০ টাকা)। এটি অক্সিডিয়ান ব্ল্যাক এবং ইয়ানফেং হোয়াইট, এই দুটি কালার অপশনে পাওয়া যাবে। আগামী ১৩ মার্চ থেকে চীনে এর বিক্রি শুরু হবে। বর্তমানে এটি প্রি অর্ডারের জন্য উপলব্ধ। এখানে জানিয়ে রাখি, গত মাসে ভারতে লঞ্চ হওয়া ওয়ানপ্লাস বাডস প্রো ২ ইয়ারবাডের বাজারমূল্য ১১,৯৯৯ টাকা।

OnePlus Buds Pro 2 Lite ইয়ারফোনের স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত ওয়ানপ্লাস বাডস প্রো ২ লাইট ইয়ারবাডটি ১১ এমএম ডায়নামিক উফার এবং ৬ এমএম টুইটার সহ এসেছে। আর এতে রয়েছে ডায়না অডিও সাপোর্ট। শুধু তাই নয়, এর ড্রাইভারের ফ্রিকোয়েন্সি রেসপন্স রেঞ্জ ১০ হার্টজ থেকে ৪০ হাজার হার্টজ পর্যন্ত। আবার ইয়ারফোনটি এআই পরিচালিত পার্সোনালাইজ নয়েজ ক্যান্সলেশন ফিচার অফার করবে, যা ৪৮ ডেসিবেল পর্যন্ত অ্যাম্বিয়েন্ট সাউন্ড কমাতে সক্ষম। প্রসঙ্গত উল্লেখ্য, নতুন এই ইয়ারফোনটিতে দেওয়া হয়েছে হাফ ইন ইয়ার ডিজাইন এবং এর চার্জিং কেসটি ওভাল শেপের।

অন্যদিকে, ইয়ারবাডটিতে ডুয়াল কানেকশন সাপোর্ট করবে। ফলে ব্যবহারকারী একই সঙ্গে দুটি ডিভাইসের সঙ্গে এটিকে যুক্ত করতে পারবেন। এছাড়া এতে রয়েছে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি। যার কার্যকরী রেঞ্জ ১০ মিটার পর্যন্ত বিস্তৃত। উপরন্তু হেয়ারেবলটিতে তিনটি মাইক্রোফোন উপলব্ধ। যেগুলি ৫৪ সেকেন্ড পর্যন্ত ল্যাটেন্সি সরবরাহ করতে পারবে।

এবার আসা যাক OnePlus Buds Pro 2 Lite ইয়ারবাডের ব্যাটারি প্রসঙ্গে। পাওয়ার ব্যাকআপের জন্য এর প্রত্যেকটি ইয়ারবাডে ৬০ এমএএইচ এবং চার্জিং কেসে ৫২০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। তাই চার্জিং কেস সমেত ইয়ারফোনটি ৩৯ ঘন্টা এবং প্রত্যেকটি ইয়ারবাড ৯ ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক টাইম অফার করতে সক্ষম। আবার এএনসি ফিচার চালু থাকলে এর ইয়ারবাডগুলি ৬ ঘন্টা পর্যন্ত এবং চার্জিং কেস সমেত ২৫ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইম অফার করবে। সর্বোপরি, এর প্রত্যেকটি ইয়ারবাডের ওজন ৪.৯ গ্রাম এবং ইয়ারবাড সমেত চার্জিং কেসের ওজন ৪৭.৩ গ্রাম