200 মেগাপিক্সেল ক্যামেরা ফোন Redmi Note 13 Pro Plus এখন অনেক সস্তা

Redmi Note 13 Pro Plus স্মার্টফোনের ৮ জিবি ব়্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম ৩১,৯৯৯ টাকা।

সাম্প্রতিক কালে লক্ষ্য করা গেছে Xiaomi-এর সাব-ব্র্যান্ড Redmi-এর লেটেস্ট স্মার্টফোনগুলিতে দুর্দান্ত ছাড় দেওয়া হচ্ছে। যেকারণে মাত্র কয়েক সপ্তাহ আগেই ভরতে আসা Redmi Note 13 সিরিজ এখন কম দামে পাওয়া যাচ্ছে। তাই আপনিও যদি ৩০,০০০ টাকার কম বাজেটে কোনো স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে নিজের জন্য বেছে নিতে পারেন এই সিরিজের Redmi Note 13 Pro Plus ডিভাইসটি। চলুন ফোনটি এখন কত দামে পাওয়া যাচ্ছে দেখে নেওয়া যাক।

Redmi Note 13 Pro Plus এর সাথে রয়েছে এই অফার

রেডমি নোট ১৩ প্রো প্লাস স্মার্টফোনের ৮ জিবি ব়্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম ৩১,৯৯৯ টাকা। তবে বর্তমানে এইচডিএফসি, এসবিআই, অ্যাক্সিস এবং আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে এই হ্যান্ডসেটটি কিনলে পাওয়া যাবে ২,০০০ টাকা ইনস্ট্যান্ট ছাড়। তাছাড়াও, পুরনো ফোন এক্সচেঞ্জ করলেও পাওয়া যেতে পারে অতিরিক্ত ৩,০০০ টাকা বোনাস, যারপর এই হ্যান্ডসেটটি ২৬,৯৯৯ টাকায় কেনা সম্ভব হবে। উল্লেখ্য, অফারগুলি এই সিরিজের প্রত্যেকটি ভ্যারিয়েন্টেই উপলব্ধ।

Redmi Note 13 Pro Plus এর স্পেসিফিকেশন ও ফিচার

Redmi Note 13 Pro Plus ফোনে আছে ৬.৬৭ ইঞ্চি ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১৮০০ নিট ব্রাইটনেস সমর্থন করে। ডিসপ্লেতে আবার গরিলা গ্লাস ভিকটাস প্রোটেকশনও দেওয়া হয়েছে। এছাড়াও, পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেন সিটি ৭২০০ আলট্রা চিপসেট ব্যবহার করা হয়েছে। গ্রাফিক্স সাপোর্টের জন্য এতে আছে এআরএম জি৬১০ এমসি৪ জিপিইউ। আর হ্যান্ডসেটটি ১২ জিবি পর্যন্ত ব়্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত রম সহ পাওয়া যাবে।

অপারেটিং সিস্টেমের কথা বললে, ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ বেসড এমইউআই ১৪ কাস্টম স্ক্রিনে রান করে। আবার এই হ্যান্ডসেটের জন্য অ্যান্ড্রয়েড ১৪ বেসড হাইপার ওএস আপডেট রোলআউট করাও হয়েছে। এছাড়া, পাওয়ার ব্যাকআপ হিসেবে আছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

আর ক্যামেরা সেটআপের কথা বললে, এতে দেওয়া হয়েছে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। এছাড়া, সেলফির জন্য সামনে আছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।