ফিচারে ঠাসা Moto X40 এর মেগা এন্ট্রি, 165Hz ডিসপ্লে সহ রয়েছে 60 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা

Moto X40 প্রত্যাশা মতোই আজ চীনে লঞ্চ হল। এটি গতবছরে আত্মপ্রকাশ করা Moto X30 এর উত্তরসূরী হিসেবে এসেছে। স্পেসিফিকেশনের কথা বললে, এই ফোনে ব্যবহার করা হয়েছে লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর। আবার এতে ১৬৫ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ৬০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও ১২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। Moto X40 বাজারে Xiaomi 13, iQOO 11, Vivo X90 সিরিজের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।

মোটো এক্স৪০ দাম ও উপলব্ধতা (Moto X40 Price, Availability)

মোটো এক্স৪০ ফোনের দাম শুরু হয়েছে ৩,৩৯৯ ইউয়ান (প্রায় ৪০,৪০০ টাকা), যা ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের জন্য ধার্য করা হয়েছে। আবার এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৩,৬৯৯ ইউয়ান (প্রায় ৪৪,০০০ টাকা), ৩,৯৯৯ ইউয়ান (প্রায় ৪৭,৫০০ টাকা) ও ৪,২৯৯ ইউয়ান (প্রায় ৫১,১০০ টাকা)। ফোনটি স্মোকি ব্ল্যাক ও টুরমারিন ব্লু কালারের মধ্যে বেছে নেওয়া যাবে। বিশ্ব বাজারে ফোনটি কবে আসবে তা এখনও জানা যায়নি।

মোটো এক্স৪০ ফিচার ও স্পেসিফিকেশন (Moto X40 Features and Specification)

স্পেসিফিকেশনের কথা বললে, মোটো এক্স৪০ ফোনের সামনে দেখা যাবে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যা ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট, ১০ বিট কালার ও এইচডিআর সাপোর্ট করবে। কার্ভড এজ সহ আসা এই ডিভাইসের ডিসপ্লের ডিজাইন পাঞ্চ হোল স্টাইল। সিকিউরিটির জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

Moto X40 ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর। ফোনটি ১৬ জিবি পর্যন্ত র‌্যাম (LPDDR5X) ও ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ (UFS 4.0) সহ পাওয়া যাবে। অপারেটিং সিস্টেম হিসেবে এতে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক মাই ইউআই ৫.০ কাস্টম স্কিন উপলব্ধ। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে এই ফোনে ৪,৬০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১২৫ ওয়াট ফাস্ট চার্জিং ও ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।

ফটো ও ভিডিওগ্রাফির কথা বললে, Moto X40 ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ওআইএস সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ও ১২ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৬০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। রিয়ার ক্যামেরা ৪কে (4K) ভিডিও রেকর্ডিং করতে সক্ষম বলে কোম্পানির তরফে জানানো হয়েছে।

এছাড়া Moto X40 ফোনে আছে আইপি৬৮ রেটিং ও ডলবি অ্যাটমস সমর্থিত স্টেরিও স্পিকার। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ডুয়েল সিম, 5G, ব্লুটুথ ৫.৩, ওয়াই-ফাই ৬ই, জিপিএস, এনএফসি ও ইউএসবি টাইপ সি পোর্ট।