Apple -র সর্বকালের সস্তা 5G স্মার্টফোন হতে পারে iPhone SE 3 (2022), দাম শুরু প্রায় ২২ হাজার টাকা থেকে

মার্কিন যুক্তরাষ্ট্র তথা সারা বিশ্বে, মার্কেট ক্যাপিটালের ভিত্তিতে সব সংস্থাকে পিছনে ফেলে প্রথম স্থানটি অধিকার করে রয়েছে স্মার্টফোন নির্মাতা অ্যাপল (Apple)। বর্তমান বাজারে এই কোম্পানির মূলধনের পরিমাণ প্রায় ৩ ট্রিলিয়ন মার্কিন ডলার। আর অ্যাপল বাজারে তাদের এই আধিপত্য অব্যাহত রাখার জন্য আপকামিং লোয়ার মিড-রেঞ্জ স্মার্টফোন, iPhone SE 2022- এর মাধ্যমে তাদের স্মার্টফোন ব্যবসাকে আরও প্রসারিত করার পরিকল্পনা করছে বলেই অনুমান করা যায়। অ্যাপলের বাজেট রেঞ্জের iPhone SE সিরিজের তৃতীয় প্রজন্মের মডেলটিকে নিয়ে বেশ কয়েক মাস ধরেই জল্পনা চলছে প্রযুক্তি মহলে। এখন আবার একটি নতুন রিপোর্ট থেকে জানা গেছে বাজারে iPhone SE 3 (2022) দাম শুরু হবে মাত্র ৩০০ মার্কিন ডলার (প্রায় ২২,৫২০ টাকা) থেকে।

iPhone SE 3 বাজারে আসবে লোয়ার মিড-রেঞ্জে

ইনভেস্টরস বিজনেস ডেইলি (Investor’s Business Daily)- এর প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, লুপ ক্যাপিটাল মার্কেটের বিশ্লেষক জন ডোনোভান জানতে পেরেছেন, নতুন ৫জি কানেক্টিভিটি যুক্ত আইফোন এসই ৩ (২০২২) এর দাম ৩০০ মার্কিন ডলার থেকে শুরু হতে পারে। এই তথ্যটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কেননা বর্তমানে ৪জি কানেক্টিভিটির সাথে আসা আইফোন এসই ২ (২০২০) মডেলের দাম ৩৯৯ ডলার (আনুমানিক ৩০,০০০ টাকা) থেকে শুরু হয়। আর পূর্বসূরির থেকে কমদামি আইফোন এসই ৩ আগের তুলনায় আরও ভাল প্রসেসর, ৫জি সাপোর্ট এবং আরও ভাল ব্যাটারি লাইফ সহ আসবে বলেই জল্পনা রয়েছে।

জানিয়ে রাখি, অ্যাপলের সবচেয়ে সস্তা ৫জি স্মার্টফোন, Apple iPhone 12 Mini- এর দাম বর্তমানে ৫৯৯ ডলার (প্রায় ৪৫,০০০ টাকা), যা আসন্ন iPhone SE 3 -এর সম্ভাব্য দামের প্রায় দ্বিগুণ। আবার সংস্থার দ্বিতীয়-প্রজন্মের ৫জি স্মার্টফোন সিরিজ, iPhone 13-এর দাম শুরু হচ্ছে ৬৯৯ ডলার (আনুমানিক ৫২,৫০০ টাকা) থেকে।

প্রসঙ্গত, গতবছর ডিসেম্বরে জেপি মরগ্যান (JPMorgan)- এর বিশ্লেষকরা অনুমান করেছিলেন যে, অ্যাপল তাদের নতুন সস্তা আইফোনটির মাধ্যমে বহু অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের অ্যাপলের দুনিয়ায় নিয়ে আসার পরিকল্পনা করছে। সংস্থার এই পদক্ষেপ ১.৪ বিলিয়ন বা ১৪০ কোটি লো থেকে মিড-রেঞ্জের অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারী এবং প্রায় ৩০ কোটি পুরোনো মডেলের আইফোন ব্যবহারকারীদের এই নতুন iPhone SE 3 (2022) কেনার জন্য প্রলুব্ধ করবে বলেই জেপি মরগ্যান তাদের প্রতিবেদনে জানায়।

iPhone SE 3 (2022)-এর স্পেসিফিকেশনের কথা বললে, আশা করা হচ্ছে যে নতুন এই মডেলে ৫জি সাপোর্ট যুক্ত অ্যাপল এ১৫ বায়োনিক (Apple A15 Bionic) চিপসেটটি ব্যবহার করা হবে, যা লেটেস্ট iPhone 13 সিরিজেও অন্তর্ভুক্ত রয়েছে। ডিজাইনের দিক থেকে iPhone SE 3 (2022), এর পূর্বসূরির মতো একই ডিজাইন সহ আসবে বলেই জানা গেছে। গ্লাস ফ্রন্ট এবং ব্যাক প্যানেলের সাথে এতে একটি অ্যালুমিনিয়াম চ্যাসিস থাকবে এবং ডিভাইসের নীচে অবস্থিত হোম বাটনে চিরাচরিত টাচ আইডি (Touch ID) দেখতে পাওয়া যাবে। অ্যাপলের বার্ষিক স্প্রিং লঞ্চ ইভেন্টে Apple iPhone SE 3(2022) ফোনটি লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। যদিও সংস্থা এখনও আনুষ্ঠানিকভাবে ইভেন্টের তারিখ প্রকাশ করেনি, তবে জল্পনা চলছে আগামী ৮ মার্চ এই ইভেন্টের সূচনা হতে পারে।