5G স্মার্টফোন কিনবেন ভাবছেন? এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখবেন

আপনি যদি একটি 5G স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন, তবে আমাদের এই প্রতিবেদনটি অবশ্যই পড়ুন এবং পুনরায় সিধান্ত নিন! নইলে 5G স্মার্টফোন কেনার পর হয়তো দেখবেন তাতে 5G নেটওয়ার্ক সাপোর্ট করছে না। হ্যাঁ, বর্তমানে অনেক সংস্থাই নেক্সট জেনারেশন নেটওয়ার্ক সাপোর্টের এই স্মার্টফোন বাজারে আনছে ঠিক-ই। কিন্তু ফোনগুলিতে কটি 5G ব্যান্ড দেওয়া হচ্ছে, সে সম্পর্কে স্পষ্টভাবে কিছু জানাচ্ছে না। যদিও 5G স্মার্টফোন কেনার ক্ষেত্রে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সংস্থাই সিঙ্গেল এবং ডুয়াল 5G ব্যান্ডসহ স্মার্টফোন বিক্রি করছে, যা কিন্তু আপনার প্রয়োজন মেটাতে পারবে না। এই প্রতিবেদনে আমরা এমনই কিছু বিষয়ের উপর আলোকপাত করব যাতে 5G ফোন কেনার সময় আপনি অত্যন্ত সতর্ক থাকতে পারেন, এবং ঠিকঠাক সিদ্ধান্ত নিয়ে সবচেয়ে সেরা 5G ফোনটি পকেটস্থ করতে পারেন।

সিঙ্গেল এবং ডুয়াল ব্যান্ড 5G ফোন কখনোই কিনবেন না

আপনি যদি চান যে আপনার স্মার্টফোনটি সর্বোচ্চ ৫জি স্পিডে চলুক, তাহলে কখনোই সিঙ্গেল এবং ডুয়াল ব্যান্ড যুক্ত ৫জি ফোন কিনবেন না। যদি ফোনে বিভিন্ন ফ্রিকোয়েন্সি যুক্ত ৫জি ব্যান্ড থাকে, তাহলে সেই সমস্ত 5G স্মার্টফোনগুলিই সবচেয়ে ভালো বলে বিবেচিত হয়। যেমন বর্তমানে, Samsung-এর লেটেস্ট লঞ্চ Galaxy M32 5G স্মার্টফোনে ১২ টি ৫জি ব্যান্ড দেওয়া হয়েছে।

লো ফ্রিকোয়েন্সি ব্যান্ড

৫জি নেটওয়ার্ককে প্রধানত তিনটি ব্যান্ড সাপোর্ট করে – লো ফ্রিকোয়েন্সি ব্যান্ড, মিডিয়াম রেঞ্জ ফ্রিকোয়েন্সি ব্যান্ড এবং হাই রেঞ্জ ফ্রিকোয়েন্সি ব্যান্ড। লো এবং মিড ব্যান্ড ফ্রিকোয়েন্সি সাব-গিগাহার্জের অধীনে আসে, যা 4G LTE নেটওয়ার্কের মতো। যদিও লো ৫জি ব্যান্ডে আরও বেশি কভারেজ পাওয়া যায়। তাই কমপক্ষে লো এবং মিড ব্যান্ড যুক্ত ডিভাইস সবসময় কেনা উচিত।

5G mmWave টেকনোলজি

আপনি যদি ফোনে ১ জিবি পর্যন্ত দ্রুত স্পিড (ভারতে সম্ভব নয়) পেতে চান, তবে আপনার অবশ্যই 5G mmWave ব্যান্ড যুক্ত একটি স্মার্টফোন কেনা উচিত। সেক্ষেত্রে মাথায় রাখবেন, 5G mmWave ব্যান্ডসহ স্মার্টফোনের দাম কিন্তু বেশি হবে। যেমন iPhone 12-এ লো, মিড-এর পাশাপাশি mmWave 5G ব্যান্ডসও রয়েছে, আর আইফোনের দাম সম্পর্কে তো আর আলাদা করে কিছু বলার কোনো প্রয়োজনই পড়ে না।

প্রিমিয়াম ফোনগুলিতে তিনটি ৫জি ব্যান্ড থাকতে পারে

ভারতের বেশিরভাগ স্মার্টফোন কোম্পানি N41, N77, N78 ব্যান্ডস সাপোর্টসহ ৫জি স্মার্টফোন লঞ্চ করছে, যা কম ফ্রিকোয়েন্সির আওতায় আসে। আবার, ফ্ল্যাগশিপ ৫জি স্মার্টফোনে Sub 6 GHz ব্যান্ড ব্যবহার করা হয়। এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে, ভারতে লঞ্চ হওয়া OnePlus 9 Pro, N41 এবং N78 ব্যান্ডস সহ এসেছে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রে লঞ্চ হওয়া OnePlus 9 Pro স্মার্টফোনে N258, N260 এবং N261 5G mmWave ব্যান্ডস সাপোর্ট বিদ্যমান।

4G+ এবং 5G-এর মধ্যে খুব বেশি ফারাক নেই

4G LTE নেটওয়ার্কে ২০ এমবিপিএস স্পিড পাওয়া যায়, যেখানে লো ফ্রিকোয়েন্সি ৫জি ব্যান্ডে এই স্পিডের পরিমাণ ৯০-১০০ এমবিপিএস। তবে 4G+ নেটওয়ার্কও ৮০-৯০ এমবিপিএস স্পিড দিতে সক্ষম। তাই তুল্যমূল্য বিচার করে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে, লো ব্যান্ড 5G এবং 4G+-এর স্পিডের মধ্যে খুব বেশি ফারাক নেই।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন