KYC জালিয়াতি নিয়ে সতর্ক করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কী কী করণীয় জানেন তো?

বর্তমান সময়ে অনলাইন জালিয়াতির ঘটনা সাধারণ মানুষের জীবনে এতই প্রভাব ফেলছে যে, তারা এগুলি এড়ানো বা সাবধানে থাকার পন্থা খুঁজতে গিয়ে বিভ্রান্ত হয়ে পড়ছেন। যদিও সরকার, ব্যাংক, সংবাদমাধ্যম এবং অন্যান্য সংস্থা অনবরত এই ধরনের কেলেঙ্কারী থেকে সাবধান থাকার পরামর্শ দিয়ে চলেছে। সেক্ষেত্রে এখন, RBI বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মানুষকে সতর্ক করার জন্য নতুন করে একটি বিবৃতি জারি করেছে। এতে, KYC (কেওয়াইসি) আপডেটের নামে সংঘটিত জালিয়াতি সম্পর্কে সূচনা দিয়ে গ্রাহকদের নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যক্তিগত তথ্য বা অন্যান্য তথ্য কারো সাথে শেয়ার না করার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

KYC জালিয়াতি নিয়ে সতর্ক করল RBI

রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে যে, তারা ইতিমধ্যে বিভিন্ন ধরনের কেওয়াইসি আপডেট করার অভিযোগ পেয়েছে। তাদের মতে, এই ধরনের কেলেঙ্কারিতে কেওয়াইসি আপডেট করার জন্য বিভিন্ন সংস্থার গ্রাহককে ভুয়ো কল, এসএমএস, ই-মেইল ইত্যাদি পাঠানো হয়। এরপর স্ক্যামাররা প্রাথমিকভাবে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য, অ্যাকাউন্ট/লগইন বিবরণ, কার্ডের তথ্য, পিন, ওটিপি জেনে নেয়। তারপর গ্রাহকদের কাছে একটি লিঙ্ক পাঠানো হয় এবং সেই লিঙ্কে ক্লিক করে কোনো অ্যাপ ডাউনলোড করতে বলা হয়।

এক্ষেত্রে গ্রাহকরা যদি উক্ত পদক্ষেপগুলি অনুসরণ না করেন তবে তাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। আর আতঙ্কিত গ্রাহকরা যদি কল, মেসেজ বা নির্দিষ্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করেন, তাহলে স্ক্যামাররা প্রায় সাথে সাথেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করতে শুরু করে।

তাই, রিজার্ভ ব্যাঙ্ক সতর্ক করে‌ বলেছে যে গ্রাহকরা যেন কোনো পরিস্থিতিতেই তাদের ব্যক্তিগত তথ্য (যেমন পিন, পাসওয়ার্ড, ওটিপি, কার্ড নম্বর ইত্যাদি) কারো সাথে শেয়ার না করেন। এক্ষেত্রে যদি কোনো গ্রাহক হালফিলে এই জাতীয় কোনো কল বা মেসেজ পেয়ে থাকেন, তাহলে তাকে অবিলম্বে ব্যাঙ্কের সাথে যোগাযোগ করার পরামর্শও দেওয়া হয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন