WhatsApp ব্যবহারকারীদের জন্য সুখবর, ডিসঅ্যাপেয়ারিং মেসেজ ফিচারে আসছে ৯০ দিনের বিকল্প

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইন্সট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp তার ডিসঅ্যাপেয়ারিং মেসেজ (disappearing messages) ফিচারে আরও টাইমার অপশন যুক্ত করছে বলে খবর পাওয়া গেছে। Facebook-এর মালিকানাধীন মেসেজিং অ্যাপটি এর আগে ডিসঅ্যাপেয়ারিং মেসেজের জন্য ৭ দিনের সময়সীমা নির্ধারণ করেছিল। তবে সম্প্রতি হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকার WABetaInfo-র একটি প্রতিবেদন অনুসারে, নতুন বিটা আপডেটে দেখা গেছে যে WhatsApp, ডিসঅ্যাপেয়ারিং মেসেজের মেয়াদ শেষ হওয়ার জন্য আরও একটি অপশন অ্যাড করবে এবং তা হল ৯০ দিন।

WhatsApp এর ডিসঅ্যাপেয়ারিং মেসেজে আসছে ৯০ দিনের বিকল্প

আগামী দিনে আপনি যদি চান যে আপনার হোয়াটসঅ্যাপ মেসেজগুলি আরও বেশিদিনের জন্য চ্যাটবক্সে থাকুক, তাহলে আপনি ডিসঅ্যাপেয়ারিং মেসেজের সময়সীমা ৭ দিনের বদলে ৯০ দিনে সেট করতে পারবেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, মাঝে খবর পাওয়া গিয়েছিল যে হোয়াটসঅ্যাপ তার এই ডিসঅ্যাপেয়ারিং মেসেজ ফিচারটিতে ২৪ ঘন্টা পর মেসেজ ডিলিট হওয়ার টাইমার অপশন যুক্ত করার চেষ্টা করছে। সেক্ষেত্রে শীঘ্রই ডিসঅ্যাপেয়ারিং মেসেজ ফিচারে তিনটি টাইমার অপশন (২৪ ঘন্টা, ৭ দিন, ৯০ দিন) দেখা যাবে বলে মনে হচ্ছে।

WABetaInfo জানিয়েছে যে, ৯০ দিনের অপশনটি ২.২১.৯.৬ অ্যান্ড্রয়েড বিটা আপডেটে দেখা গেছে এবং এটি বর্তমানে বিকাশের অধীনে রয়েছে।

WhatsApp-এর এই ফিচার ট্র্যাকার একটি স্ক্রিনশটও শেয়ার করেছে, যেখানে ৭ দিন, ৯০ দিন, ২৪ ঘন্টা সহ সমস্ত টাইম লিমিট অপশনগুলির পাশাপাশি ফিচারটি সম্পূর্ণভাবে বন্ধ করার অপশনটি সম্পর্কেও স্পষ্টভাবে উল্লেখ করা আছে। তবে ফিচারটি ঠিক কবে রোলআউট হবে সে সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি।

যারা জানেন না তাদের বলে রাখি, WhatsApp সর্বপ্রথম ডিসঅ্যাপেয়ারিং মেসেজ ফিচারটি রোলআউট করার সময় ৭ দিনের সময়সীমা নির্ধারিত করে। রোজকার প্রচুর চ্যাটের ভিড়ে অপ্রয়োজনীয় একগাদা মেসেজের ভারে স্টোরেজ স্পেস ভর্তি হয়ে যাওয়ার হাত থেকে এই ফিচারটি ইউজারদের ব্যাপকভাবে সহায়তা করে, কারণ এই ফিচারটি অন থাকলে নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর মেসেজগুলি স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যাবে। সংস্থার মতে, এটি ইউজারদের গোপনীয়তা বজায় রাখতেও সহায়তা করবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, WhatsApp-এর ডিসঅ্যাপেয়ারিং মেসেজ ফিচারটি কোনো ডিফল্ট সেটিং নয়, গ্রুপ চ্যাট এবং এবং সাধারণ চ্যাটগুলির ক্ষেত্রে এটিকে পৃথক পৃথক ভাবে অন করতে হয়।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন