Realme Narzo 60 5G নাকি Vivo T2 5G? 20,000 টাকার মধ্যে কোন 5G স্মার্টফোন সেরা

আপনি যদি ২০,০০০ টাকার মধ্যে একটি 5G স্মার্টফোন কিনতে ইচ্ছুক থাকেন, তবে আমরা এমন দুটি ‘লেটেস্ট লঞ্চ’ হ্যান্ডসেটের খোঁজ দেব যেগুলি আপনার বাজেট বজায় রেখেও দুর্দান্ত ফিচার অফার করবে। আমরা কথা বলছি ৬ জুলাই ভারতের বাজারে আত্মপ্রকাশ করা Realme Narzo 60 5G এবং গত ১১এপ্রিল লঞ্চের মুখ দেখা Vivo T2 5G মডেল দুটির প্রসঙ্গে। উভয় ফোনই হাই-বাজেট রেঞ্জের অধীনে এসেছে। আর ফিচার হিসাবে এগুলিতে – ৯০ হার্টজ রিফ্রেশ রেটের FHD+ ডিসপ্লে প্যানেল, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ৬৪ মেগাপিক্সেল মুখ্য সেন্সর সমন্বিত ডুয়েল রিয়ার ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাওয়া যাবে। যদিও প্রসেসর, ব্যাটারি ইত্যাদি বিভাগে স্বাভাবিকভাবেই পার্থক্য লক্ষণীয়। এমতবস্থায় কোন ফোন কিনলে লাভজনক, তা বুঝতে পারছেন না অনেকেই। তাই আপনার কাজ সহজ করার জন্য এই প্রতিবেদনে Realme Narzo 60 5G এবং বিদ্যমান Vivo T2 5G দাম ও ফিচারগত তুলনামূলক আলোচনা করা হল।

Realme Narzo 60 5G vs Vivo T2 5G : দাম

রিয়েলমি নার্জো ৬০ দুটি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ করা হয়েছে। যার মধ্যে ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস মডেলের দাম ১৭,৯৯৯ টাকা ধার্য করা হয়েছে। আর ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ অপশনকে কেনা যাবে ১৯,৯৯৯ টাকায়। এটি – কসমিক ব্ল্যাক এবং মার্স অরেঞ্জ কালার অপশনে এসেছে।

অন্যদিকে, ভারতে ভিভো টি২ ৫জি স্মার্টফোনের দাম শুরু হচ্ছে ১৮,৯৯৯ টাকা থেকে। এই দাম ফোনটি ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। আবার ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত টপ-এন্ড বিকল্পের দাম থাকছে ১৯,৯৯৯ টাকা। এটিকে – ভেলোসিটি ওয়েভ এবং নাইট্রো ব্লেজ কালার অপশনের সাথে পাওয়া যাবে।

Realme Narzo 60 5G vs Vivo T2 5G : ডিসপ্লে

রিয়েলমি নার্জো ৬০ স্মার্টফোন ৬.৪৩-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১২০০x২৪০০ পিক্সেল) AMOLED ডিসপ্লে প্যানেলের সাথে এসেছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। নিরাপত্তার জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপলব্ধ।

ভিভো টি২ ৫জি স্মার্টফোনে দেখা যাবে ৬.৩৮-ইঞ্চির ফুল এইচডি প্লাস (২৪০০×১০৮০ পিক্সেল) AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের ডিজাইন ওয়াটারড্রপ নচ স্টাইলের এবং এটি ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও ১,৩০০ নিট পিক ব্রাইটনেস সমর্থন করে। উজারদের ডেটা নিরাপদ রাখার জন্য এতেও ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

Realme Narzo 60 5G vs Vivo T2 5G : প্রসেসর, অপারেটিং সিস্টেম, র্যাম, স্টোরেজ

অভ্যন্তরীণ স্পেসিফিকেশনের কথা বললে, Realme Narzo 60 5G স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ প্রসেসর ব্যবহার হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০ কাস্টম স্কিনে রান করে। ডিভাইসটিতে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ রয়েছে।

অন্যদিকে, উন্নত পারফরম্যান্স প্রদানের জন্য Vivo T2 5G স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর এবং অ্যাড্রেন ৬১৯ জিপিইউ ব্যবহার করা হয়েছে। এটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ওএস ১৩ (Funtouch OS 13) কাস্টম স্কিনে রান করে। এই ফোনকে ৮ জিবি পর্যন্ত র্যাম এবং ১২৮ জিবি মেমরি সহ পাওয়া যাবে। পাশাপাশি অতিরিক্তভাবে আরো ৩ জিবি পর্যন্ত এক্সটেন্ডেড র্যাম ফিচারও সাপোর্ট করবে এই হ্যান্ডসেট।

Realme Narzo 60 5G vs Vivo T2 5G : ক্যামেরা সেটআপ

ক্যামেরা বিভাগের ক্ষেত্রে, রিয়েলমি নার্জো ৬০ স্মার্টফোনে ব্যাক প্যানেলে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান। এগুলি হল – ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স। এদিকে ডিভাইসের সামনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান।

ভিভো টি২ ৫জি ফোনটির ব্যাক প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরাগুলি হল – OIS ও EIS প্রযুক্ত সহ ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল বোকেহ সেকেন্ডারি সেন্সর। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের সুবিধার্থে ডিভাইসে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপস্থিত।

Realme Narzo 60 5G vs Vivo T2 5G : ব্যাটারি, চার্জিং ক্যাপাসিটি

পাওয়ার ব্যাকআপের জন্য রিয়েলমি নার্জো ৬০ স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। অন্যদিকে, ভিভোর ফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থিত ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে।