iPhone 12 পাওয়া যাচ্ছে ২৬ হাজার টাকা ডিসকাউন্টে, অবিশ্বাস্য অফার আনল Unicorn store

অ্যাপল (Apple) প্রেমীদের জন্য রয়েছে একটি বড় সুখবর ! আপনি যদি একটি নতুন আইফোন কিনতে আগ্রহী থাকেন, তবে এক্ষুনি একবার ইউনিকর্ন স্টোরের (Unicorn store) অফিসিয়াল ওয়েবসাইটে ঢুঁ মারুন। কেননা ভারতের এই বৃহত্তম অ্যাপল প্রিমিয়াম রিসেলার সাইটটি ২০২০ সালে আগত অ্যাপল আইফোন ১২ (Apple iPhone 12) মডেল কেনার ক্ষেত্রে ফ্লাট ১৪% ডিসকাউন্ট, ক্যাশব্যাক এবং ২০,০০০ টাকা পর্যন্ত ভারী এক্সচেঞ্জ বোনাস অফার করছে। যার দৌলতে, ১২তম প্রজন্মের আইফোন সিরিজের এই স্ট্যান্ডার্ড মডেলকে এখন মাত্র ৩৩,০০০ টাকার বিনিময়ে কিনে নেওয়া যাবে। তবে আগেই বলে দিই এই অফারটি সীমিত সময়ের জন্য লাইভ থাকছে। ফলে বেশি দেরি করলে এরূপ সুবর্ণ সুযোগ আপনাদের হাতছাড়া হয়ে যেতে পারে।

Unicorn store থেকে কিরূপ অফারের সাথে কিনতে পারবেন Apple iPhone 12

অ্যাপল আইফোন ১২ ফোনের আসল বিক্রয় মূল্য ৫৯,৯০০ টাকা। কিন্তু ইউনিকর্ন স্টোরে বর্তমানে উক্ত মডেলটিকে ফ্লাট ১৪% ডিসকাউন্টের সাথে ৫৬,৬৭৪ টাকায় তালিকাভুক্ত করা হয়েছে। এছাড়া, অনলাইন রিসেলার সাইটটির বিজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, স্টোর ডিসকাউন্টের পাশাপাশি, HDFC ব্যাঙ্ক কার্ড ব্যবহারের ক্ষেত্রে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক এবং অনেক এক্সচেঞ্জ বোনাসও অফার করা হবে। যারপর ১২তম প্রজন্মের আইফোন সিরিজের এই স্ট্যান্ডার্ড মডেলটিকে প্রায় ৩৩,০০০ টাকার ‘এফেক্টিভ’ মূল্যে ইউনিকর্ন স্টোর থেকে কিনে নেওয়া যাবে।

এক্ষেত্রে, যেসকল গ্রাহকেরা আইফোন ১২ মডেলটিকে কেনার সময় HDFC ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে অর্থপ্রদান করবেন, তাদের ৩,০০০ টাকা ক্যাশব্যাক অফার করা হবে৷ তদুপরি আপনারা যদি নিজেদের পুরানো আইফোন ১১ (iPhone 11) বা আইফোন এক্সআর (iPhone XR) মডেলকে আপগ্রেড করে এই নয়া আইফোনটি কিনতে চান, তবে ১৯,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পেয়ে যাবেন। এছাড়া, অন্যান্য নির্বাচিত কয়েকটি পুরানো অ্যাপল হ্যান্ডসেট পরিবর্তন করার ক্ষেত্রে ২০,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও হস্তগত করা যাবে বলে জানা গেছে। সুতরাং, এই পুরো এক্সচেঞ্জ ভ্যালু এবং ক্যাশব্যাক পেতে সক্ষম হলে, গ্রাহকেরা কেবল ৩৩,৬৭৪ টাকা খরচ করে একটি নয়া আইফোন ১২ ফোন পকেটস্থ করে নিতে পারবেন৷

তবে আগেই জানিয়ে দিই, এক্সচেঞ্জ ভ্যালুর পরিমাণ আপনার পুরানো ফোনের বাহ্যিক ও অভ্যন্তরীণ অবস্থার উপর নির্ভর করবে। অর্থাৎ আইফোনের ব্যাটারি খারাপ থাকলে বা তাতে স্ক্র্যাচ থাকলে টাকা কম পাওয়া যাবে।

Apple iPhone 12 স্পেসিফিকেশন

আইফোন ১২ মডেলে রয়েছে একটি ৬.১ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর (XDR) ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ। এটি এ১৪ (A14) বায়োনিক প্রসেসর সহ এসেছে। ফটোগ্রাফির জন্য, এই আইফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ আছে। এগুলি হল – ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ১২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। আর সেলফি তোলার জন্য ডিভাইস সামনে ১২ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা রয়েছে। আইফোন ১২ মডেলে ২,৮১৫ এমএএইচ পাওয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে, এটি IP68 ওয়াটারপ্রুফ রেটিং প্রাপ্ত।