2018 সালের স্মার্টফোনকেও ভুলল না Samsung, ভাইরাস থেকে রক্ষায় সিকিউরিটি আপডেট দিল

চার বছরের পুরনো স্মার্টফোনেও মনে করে সিকিউরিটি আপডেট দিল স্যামসাং। ২০১৮ সালে ফ্ল্যাগশিপ ডিভাইস হিসাবে লঞ্চ হওয়া Samsung Galaxy S9 সিরিজ মার্চের সিকিউরিটি প্যাচ পেয়েছে বলে খবর সামনে এসেছে। অরিজিনালি Android 8.0 সংস্করণের সাথে বাজারে এসেছিল এটি।

২০১৯-এ Android 9 Pie নির্ভর One UI আপডেট রোলআউট হয় এতে। পরের বছর আসে Android 12 বেসড One UI 2.0 মোবাইল অপারেটিং সিস্টেমের আপডেট। কিন্তু এই প্রিমিয়াম স্মার্টফোনকে Android 11-এ আপগ্রেড না করে মেজর সফটওয়্যার সাপোর্টের লিস্ট থেকে বাদ দেয় স্যামসাং। তবে চার বছর পরেও এখনও সিকিউরিটি আপডেট সরবরাহ করে নিজের দায়িত্ব পালন করল সংস্থাটি।

Samsung Galaxy S9 ও Galaxy S9 Plus-এ G96xuSQU9FVB2 ফার্মওয়্যার ভার্সনের সঙ্গে মার্চের সিকিউরিটি প্যাচ রিলিজ হয়েছে। এটি এখন আমেরিকায় ক্যারিয়ার লকড মডেলগুলিতে উপলব্ধ। S9 ও S9+ ব্যবহারকারীরা সেটিংসে গিয়ে সফটওয়্যার আপডেটে ক্লিক করে আপডেট ডাউনলোড ও ইন্সটল করে নিতে পারবেন।

উল্লেখ্য, রিজিওন অনুযায়ী Samsung Galaxy S9 সিরিজ Snapdragon 845/Exynos 9810 প্রসেসর সাথে রিলিজ হয়েছিল। বেস ভার্সনে ১২ মেগাপিক্সেল সিঙ্গেল ক্যামেরা ও প্লাস মডেলে ১২ মেগাপিক্সেল প্রাইমারি + ১২ মেগাপিক্সেল টেলিফটো ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে।