দাম ২ হাজার টাকার কম, নয়া Boult AirBass ENCore X ইয়ারফোন কিনবেন নাকি?

ভারতীয় ক্রেতাদের জন্য Boult Audio নিয়ে আসলো নতুন AirBass ENCore X ট্রু ওয়্যারলেস স্টেরিও (TWS) ইয়ারবাড। ফিচারের কথা বললে এতে রয়েছে প্রো প্লাস কলিং এক্সপেরিয়েন্স সহ এনভারমেন্টাল নয়েজ ক্যান্সলেশন, যা কোয়াড মাইক সেট আপের মাধ্যমে ব্যবহার করা যাবে। শক্তিশালী ড্রাইভার এবং লেটেস্ট ব্লুটুথ টেকনোলজির সাথে আসা নতুন এই ইয়ারফোনটি ৩০ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইপ অফার করতে সক্ষম। চলুন দেখে নেওয়া যাক AirBass ENCore X ইয়ারফোনের দাম, লভ্যতা এবং সমস্ত ফিচার।

Boult AirBass ENCore X ইয়ারফোনের দাম ও লভ্যতা

ভারতে বোল্ট এয়ারবেস এনকোর এক্স ইয়ারফোনটির দাম ধার্য করা হয়েছে ১,৭৯৯ টাকা। কোম্পানির নিজস্ব ওয়েবসাইট ছাড়াও ই-কমার্স সাইট অ্যামাজনে আগামী ৮ এপ্রিল থেকে কিনতে পাওয়া ইয়ারফোনটি। এর সাথে ক্রেতারা পাবেন এক বছরের স্ট্যান্ডার্ড ইন্ডাস্ট্রি ওয়্যারেন্টি।

Boult AirBass ENCore X ইয়ারফোনের স্পেসিফিকেশন এবং ফিচার

নবাগত বোল্ট এয়ারবেস এনকোর এক্স ইয়ারফোনটি ইউনিক ডিজাইনের সাথে এসেছে। এর এঙ্গেলড বাডে রয়েছে এক্সট্রা সফট সিলিকন টিপ। ফলে দীর্ঘক্ষন ব্যবহারে স্বাচ্ছন্দ উপভোগ করবেন ইউজার। শুধু তাই নয়, ইয়ারবাডটি হাই কোয়ালিটি এবং প্রিমিয়াম ফিনিশ এবিএস সেল দ্বারা তৈরি, যা জল এবং ঘাম থেকে সুরক্ষা দেবে।

অন্যদিকে, নতুন এয়ারবেস এনকোর এক্স ইয়ারফোনে রয়েছে তার টাচ সেন্সিবিলিটি। ফলে ব্যবহারকারী শুধুমাত্র স্পর্শের মাধ্যমে এর ভলিউম, মিউজিক ট্রাক পরিবর্তন করতে এবং কল ধরতে পারবেন। সাথে ভয়েজ অ্যাসিস্ট্যান্ট এর মাধ্যমেও নিয়ন্ত্রণ করা যাবে ইয়ারফোনটি। তদুপরি এতে ব্যবহৃত হয়েছে ব্লুটুথ ৫.১ ভার্সন। সংস্থাটি দাবি করেছে এর ব্লুটুথ টেকনোলজি শুধুমাত্র নিকটবর্তী ডিভাইসের সাথে দ্রুত সংযোগ স্থাপন করবে তা নয়, এটি পাওয়ার সেভ করতেও সাহায্য করবে।

এখানে জানিয়ে রাখি, নয়া ইয়ারফোনটি টাইপ সি ফাস্ট চার্জিং সাপোর্টসহ এসেছে। ফলে ১০ মিনিট চার্জে এটি ১০০ মিনিট পর্যন্ত প্লেব্যাক টাইম অফার করতে সক্ষম। এমনকি একবার সম্পূর্ণ চার্জে এতে ৩০ ঘণ্টা পর্যন্ত গান শোনা যাবে বলে দাবি করেছে সংস্থাটি। তাছাড়া AirBass ENCore X ইয়ারফোনের দুটি ইয়ারবাড একসাথে স্টেরিও মোডে যেমন ব্যবহার করা যাবে, আবার মনোপড হিসাবে একটি ইয়ারবাড আলাদা করে ব্যবহারযোগ্য। সর্বোপরি জিম অথবা বাইরের যে কোনো কাজের সময় যাতে এটি ব্যবহার করা যায় তার জন্য একে জল প্রতিরোধী আইপিএক্স ৫ রেটিং সহ আনা হয়েছে।