108 মেগাপিক্সেল ক্যামেরার Oppo Reno 8T 5G এখন 10 হাজার টাকা পর্যন্ত সস্তা

Oppo Reno 8T 5G এর সাথে ১ বছরের ওয়ারেন্টি দিচ্ছে ওপ্পো। আর অ্যাক্সেসরিজে থাকছে ৬ মাসের ওয়ারেন্টি।

Oppo Smartphone বাজারে এখন যথেষ্ট জনপ্রিয়। কোম্পানিটি দিনের পর দিন নতুন নতুন প্রযুক্তি তাদের ফোনে যোগ করে চলেছে। মূলত দুর্দান্ত ক্যামেরা ও ডিজাইনের কারণে মানুষ Oppo -র ফোনগুলি কেনে। আপনিও যদি সংস্থার নতুন কোনো স্মার্টফোন কিনতে আগ্রহী থাকেন, তাহলে বলি এই মুহূর্তে Oppo Reno 8T 5G বিভিন্ন অফার সহ সস্তায় বিক্রি হচ্ছে। আসুন এই ফোনটি নিজের করতে কত খরচ হবে দেখে নেওয়া যাক।

Oppo Reno 8T 5G এর দাম ও অফার

ফ্লিপকার্ট থেকে ওপ্পো রেনো ৮টি ৫জি কম দামে অর্ডার করতে পারবেন। এই ফোনটির এমআরপি ৩৮,৯৯৯ টাকা, কিন্তু আপনি ২৩% ছাড়ে এটি ২৯,৯৯৩ টাকায় কিনতে পারবেন। এছাড়াও, আপনি ব্যাংক অফারের লাভ ওঠাতে পারবেন। এক্ষেত্রে SBI Credit Card এর মাধ্যমে ইএমআই লেনদেনে ১০% ছাড় দেওয়া হবে। আবার Flipkart Axis Bank Card এর মাধ্যমে পেমেন্ট করলে মিলবে ৫ শতাংশ ক্যাশব্যাক।

ফোনটির সাথে ১ বছরের ওয়ারেন্টি দিচ্ছে ওপ্পো। আর অ্যাক্সেসরিজে থাকছে ৬ মাসের ওয়ারেন্টি। আজ অর্ডার করলে ২৯ মার্চের মধ্যে ওপ্পো রেনো ৮টি ৫জি ডেলিভারি পাওয়া যাবে।

Oppo Reno 8T 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

Oppo Reno 8T 5G ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি+ ডিসপ্লে। ফটো ও ভিডিওগ্রাফির জন্য আছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি ক্যামেরা ১০৮ মেগাপিক্সেল। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪৮০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। প্রসেসরের কথা বললে, এই ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। রিটেল বক্সে ৬৭ ওয়াট সুপারভুক টিএম চার্জার পাওয়া যাবে বলে কোম্পানির তরফে জানানো হয়েছে। Oppo Reno 8T 5G এর সামনে দেখা যাবে ১২০ হাটর্জ রিফ্রেশ রেটের থ্রিডি কার্ভড অ্যামোলেড স্ক্রিন, যার সাইজ ৬.৭ ইঞ্চি।