6 জুলাই নতুন মোটরসাইকেল লঞ্চের ঘোষণা করল TVS, কী মডেল? তুঙ্গে জল্পনা

৬ জুলাই ভারতের বাজারে নতুন মোটরবাইক লঞ্চ করতে চলেছে টিভিএস মোটর কোম্পানি (TVS Motor Company)। তবে কোন মডেল হাজির করা হবে, সেই প্রসঙ্গে নিশ্চিত ভাবে কোনো বার্তা দেওয়া হয়নি। অনুমান করা হচ্ছে এটি হয় TVS Zeppelin Cruiser, নয়তো TVS Apache RR 310-এর স্ট্রীট নেকেড ভার্সন। দীর্ঘদিন ধরেই এই দুটি মডেলের বাজারে নিয়ে শুরু হওয়া নিয়ে জল্পনা চলছে।

TVS Zeppelin স্পেসিফিকেশন

২০১৮-র অটো এক্সপো প্রদর্শনীতে প্রথমবারের জন্য TVS Zeppelin আত্মপ্রকাশ করেছিল। এটি একটি ক্রুজার মোটরসাইকেল। এর নমুনা মডেলটি একটি ২২০ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন সহ হাজির হয়েছিল। যা ২০ এইচপি শক্তি এবং ১৮.৫ এনএম টর্ক আউটপুট উৎপন্ন করতে সক্ষম। ইঞ্জিনের সাথে সংযুক্ত ৫-স্পিড গিয়ার বক্স‌। উপরন্তু এই নমুনা মডেলে একটি ইন্টিগ্রেটেড স্টার্টার জেনারেটর সিস্টেম বা ISG ব্যবহার করা হয়েছিল। এর ফলে ১,২০০ ওয়াট রিজেনারেটিভ অ্যাসিস্ট মোটর পারফরম্যান্সে নতুন মাত্রা যোগ হয়েছিল।

Zeppelin হাইব্রিড প্রযুক্তির হওয়ার কারণে এতে উপস্থিত একটি ৪৮ ভোল্ট লিথিয়াম আয়ন ব্যাটারি। এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১৩০ কিমি। ক্রুজার বাইক প্রেমীদের নজর নমুনা মডেলের কোন ফিচারগুলি প্রোডাকশন ভার্সনে দেওয়া হয়। ২০১৮-তে উন্মোচিত হওয়ার পর টিভিএস বাইক টি লঞ্চের প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনো দিনক্ষণ ঘোষণা করেনি। ২০২০-র শেষার্ধে Zeppelin R নামটি ট্রেডমার্ক করেছিল সংস্থা।

TVS Apache RR 310-এর স্ট্রীট নেকেড ভার্সন

সামনের মাসের ৬ তারিখ লঞ্চের সম্ভাবনার মধ্যে দ্বিতীয় মডেলটি হল TVS Apache RR 310-এর স্ট্রীট নেকেড ভার্সন। ২০২০ থেকে এর কাজ শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে টিভিএস। এদিকে BMW G 310 R ও Apache RR 310 একই প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি হলেও ডিজাইন ও পারফরমেন্সের দিক থেকে অ্যাপাচির বাইকে বেশকিছু নিজস্বতা লক্ষ্য করা। Apache RR 310-তে সেগমেন্টের প্রথম ফুল অ্যাডজাস্টেবল সাসপেনশন, নতুন রাইড মোড, ব্লুটুথ কানেক্টিভিটি সহ আরো অন্যান্য ফিচার্স দেওয়া হয়েছে। অনুমান করা হচ্ছে এর কিছু ফিচার স্ট্রীট নেকেড ভার্সনেও থাকবে।