নতুন বছর আসার আগেই জিওর বিশেষ অফার! ফ্রি-তে মিলছে JioFiber, AirFiber কানেকশন

এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় নেটওয়ার্ক অপারেটর Reliance Jio, সারা দেশে ফ্রি WiFi ইন্সটলেশনের সুবিধা দিচ্ছে। জানুন বিশদ...

Free WiFi: মোবাইল ডেটা এখন আমাদের জীবনে বড় একটা জায়গা করে নিলেও, প্রতিদিন নির্দিষ্ট লিমিটের বদলে অনেকটা হাই-স্পিড ডেটা তথা নিরবচ্ছিন্ন ইন্টারনেট কানেকশন পেতে অনেকেই WiFi-এর ওপর নির্ভর করেন। আর WiFi কানেকশনের মাধ্যমে সিঙ্গেল প্ল্যান রিচার্জ করেই একাধিক ডিভাইসে এই ধরণের যাবতীয় সুবিধা পাওয়া যায়। সেক্ষেত্রে আপনি যদি ২০২৩ সালের শেষদিক পৌঁছে নিজের বাড়িতে WiFi সার্ভিস ইনস্টল করতে চান, তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর। আসলে এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় নেটওয়ার্ক অপারেটর Reliance Jio, সারা দেশে ফ্রি WiFi ইন্সটলেশনের সুবিধা দিচ্ছে – আপনি কেবল-ভিত্তিক JioFiber ব্রডব্যান্ড নিন কিংবা Jio AirFiber-এ আগ্রহ দেখান, কোনো ক্ষেত্রেই আপনার ইনস্টল চার্জ হিসেবে এক টাকাও খরচ করতে হবেনা। কিন্তু কীভাবে সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে JioFiber বা Jio AirFiber সংযোগ? আসুন জেনে নিই বিশদ।

এইভাবে ফ্রি-তে ইনস্টল করুন JioFiber

আপনি যদি কেবল ভিত্তিক জিওফাইবার পরিষেবা বিনামূল্যে ইনস্টল করতে চান, তাহলে আপনাকে এর পোস্টপেইড প্ল্যানগুলিই বেছে নিতে হবে – প্রিপেইড জিওফাইবার কানেকশন ইনস্টল করতে ১,৫০০ টাকা চার্জ লাগবে। এক্ষেত্রে পোস্টপেইড কানেকশন ইনস্টল করার সময় আপনি ফ্রি ইনস্টলেশনের বিকল্প পাবেন, যেখানে আপনাকে যেকোনো পোস্টপেইড প্ল্যান (দাম ৩৯৯ টাকা থেকে শুরু) কমপক্ষে ৬ মাসের জন্য রিচার্জ করতে হবে। অর্থাৎ, এই প্রক্রিয়ার দরুন শুধুমাত্র প্ল্যানগুলির দাম দিতে হবে।

Jio AirFiber-এর ফ্রি ইনস্টলেশন বেনিফিট কীভাবে পাবেন?

মাত্র কয়েক সপ্তাহ আগে লঞ্চ হওয়া জিও এয়ারফাইবার কোনো তার ছাড়াই ৫জি ইন্টারনেট অফার করে, যদিও এর জন্য গ্রাহকদের রাউটারের জন্য ১,০০০ টাকা দিতে হবে। তবে এখন বিশেষ অফারের দরুন আপনি যদি বার্ষিক প্ল্যান বেছে নেন, তাহলে এই জিও এয়ারফাইবার ওয়াইফাই ইনস্টলের হাজার টাকা চার্জটি লাগবেনা। সেক্ষেত্রে একসাথে অনেকটা টাকা ব্যয় করতে হলেও বিনিময়ে, আপনি সারা বছর ধরে সর্বোচ্চ ১ জিবি পার সেকেন্ড (1Gbps) পর্যন্ত স্পিডে ইন্টারনেটের সুবিধা পাবেন, আর অতিরিক্ত চার্জের কোনো প্রসঙ্গ তো থাকবেইনা।

JioFiber ও Jio AirFiber-এর মধ্যে পার্থক্য কী?

জিও কোম্পানির জিওফাইবার পরিষেবা উচ্চ-গতির ইন্টারনেট সরবরাহ করতে অপটিক্যাল ফাইবার কেবল নেটওয়ার্ক ব্যবহার করে। অন্যদিকে নতুন এয়ারফাইবার সার্ভিসে কোনো ধরনের তার বা কেবলের প্রয়োজন নেই। তবে দ্বিতীয় পরিষেবা বর্তমানে দেশের ৫০০টিরও বেশি শহরে পাওয়া যায়, যেখানে বিদ্যমান জিওফাইবার অধিকাংশ এলাকাতেই উপলব্ধ। এছাড়া জিওফাইবারের প্রাথমিক প্ল্যানগুলির দামও তুলনামূলকভাবে সস্তা৷