প্রায় ৩০,০০০ টাকার ছাড়ে মিলছে iPhone 12 mini, অত্যন্ত সস্তা এই অফার এখনই কাজে লাগান

অর্ধেক আপেলের ব্র্যান্ডিংযুক্ত স্মার্টফোন অর্থাৎ আইফোন কেনার ইচ্ছে কমবেশি আমাদের সবারই থাকে। সেক্ষেত্রে এই মুহূর্তে আপনার যদি অ্যান্ড্রয়েড থেকে আইফোনে স্যুইচ করার বা সাশ্রয়ে একটি নতুন আইফোন নেওয়ার পরিকল্পনা থাকে, তবে এই প্রতিবেদনে আপনার জন্য থাকছে একটি দারুণ সুখবর। না, সাম্প্রতিক সময়ে কোনো বিশেষ ফেস্টিভ সেল চলছেনা! তবুও আপনি চাইলে কম দামে iPhone 12 mini (আইফোন ১২ মিনি) কিনতে পারবেন। কী অফারে এবং কত দামে মিলবে এই কমপ্যাক্ট আইফোন? চলুন জেনে নিই।

iPhone 12 Mini-এর অফার

বর্তমানে আইফোন ১২ মিনি ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্ট (Flipkart) থেকে খুব কম দামে প্রায় ২৯ শতাংশ ছাড়ে কেনা যাবে। এর ফলে, আপনি ৫৯,৯০০ টাকার হ্যান্ডসেটটি ৪২,২৯৯ টাকায় পাবেন। তবে এর সাথে ১৫,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার থাকবে যার পরে ফোনটি ২৮,০০০ টাকার কম দামে কেনা যাবে। মজার বিষয় হল এক্সচেঞ্জের দরুন শুধু আইফোন নয়, বরঞ্চ Honor, Mi, Oppo, Realme, Motorola, Samsung, Vivo ইত্যাদি যেকোনো ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড স্মার্টফোন বিনিময় করা যাবে। এক্ষেত্রে সম্পূর্ণ এক্সচেঞ্জ ভ্যালু কাজে লাগিয়ে, ফোনটি ২৬,৭৯৯ টাকায় পাওয়া যাবে।

এছাড়াও, গ্রাহকরা যদি Citi ব্যাংকের কার্ডধারী হন তবে ফ্লিপকার্টে অন্যান্য আকর্ষণীয় অফারগুলির সুবিধাও নিতে পারেন৷ উপরন্তু Flipkart Axis ব্যাংকের ক্রেডিট কার্ডে ৫ শতাংশ ছাড় মিলবে।

iPhone 12 Mini-এর ফিচার

২০২০ সালে লঞ্চ হওয়া এই সস্তা এবং কমপ্যাক্ট আইফোনে রয়েছে ৫.৪ ইঞ্চি সুপার রেটিনা XDR ডিসপ্লে। এছাড়াও এতে ১২ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। আইফোনটি A14 বায়োনিক প্রসেসর দ্বারা চালিত হয় এবং এতে সিরামিক শিল্ড রয়েছে।